আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ৮৫ জন ধনকুবেরাই সারা বিশের অর্ধেক ধন-সম্পদের মালিক



মাত্র ৮৫ জন ধনকুবেরাই সারা বিশের অর্ধেক ধন-সম্পদের মালিক। সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম প্রকাশিত একটি নতুন গবেষণায় এই তথ্য বেরিয়ে আসে।
২১ শে জানুয়ারী সন্ধায়, অধ্যাপক ক্লাউস সোয়াব, প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৪ তম বার্ষিক সভা উদ্ভোধন করেছেন। ২২ থেকে ২৫ সে জানুয়ারী অব্দী এই বিশ্ব ফোরামে বিশ্ব নেতাদের উপস্থিতি এই বিশ্বকে আলোকিত করবে, চমত্কৃত করবে, কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম এর রিপোর্ট টি হয়ত বিশ্ব নেতাদের নজরেও পড়বে না।
"কিন্তু ভেবেদেখুন এই ৮৫ জনের ক্ষুদ্রতম জনগোষ্ঠী, যারা সবাই মাত্র একটি ডবলডেকার বাসের যাত্রী হতে পারতেন তারাই পৃথিবীর অর্ধেক ধন-সম্পদের মালিক, কি অবাক পৃথিবী" বললেন অক্সফাম এর এক্সিকুটিভ ডিরেক্টর উইনি ব্যান্যিমা।


এই ৮৫ জনের হাতেই রয়েছে ১১০ ট্রিলিয়ান ডলারের ধন-সম্পদ অথবা পৃথিবীর দরিদ্রতম ৩.৫ বিলিয়ন মানুষের মোট আয়ের ৬৫ গুন বেশি ধন-সম্পদ রয়েছে এই ৮৫ জনের হাতে।
অক্সফাম এর গবেষণায় আরো প্রকাশ পায় যে এই অর্থনৈতিক বৈসম্মতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত অর্থনৈতিক "ক্ষমতা দখল" ব্যবস্থা যেটি নিয়ম তান্ত্রিক ভাবে রাজনৈতিক প্রক্রিয়াতেই বিগত ৩ দশকে সম্ভব হয়েছে, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাসীন বেক্তিরাই তাদের নিজেদের স্বার্থে এই ক্ষুদ্র জনগোষ্ঠিকে অতি কৌশলে লালন করেছে।
উন্নত ও উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক আয়ের বৈসম্মতা সম্পর্কে অক্সফাম এর গবেষণায় প্রতীয়মান হয় যে গত ৩ দশকে শুধুমাত্র উন্নত দেশগুলিতে যে পরিমান মাথাপ্রতি অর্থনৈতিক আয় বৃদ্ধি পেয়েছে সে পরিমানে উন্নয়নশীল দেশগুলিতে বৃদ্ধি পায়নি ।
অক্সফাম রিপোর্টের উপসংহারে বলাহয়েছে যে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে, অর্থনৈতিক অসমতা আরো বেশি বাড়বে ও ভারসাম্য হারিয়ে ফেলবে আরো বেশি, অর্থাৎ গরিব জনগোষ্ঠী আরো গরিব হবেন আর বিত্তবানেরা আরো বেশি বিত্তশীল হবেন।
এই অশুভ সংকট কাটিয়ে ওঠার জন্যে ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামেকে উদ্দেশ্য করে উন্নয়ন সংস্থা অক্সফাম পরামর্শ দেন যে, সর্বাধিক বিশ্বব্যাপী ঝুঁকি হিসেবে আয়ের বৈষম্যতা চিহ্নিত করে নতুন পরিকল্পনা গ্রহণ করতে।

আজকের বাংলা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.