আমাদের কথা খুঁজে নিন

   

হিতে বীপরিত, বিপরীতে হিত।

আমি এলিয়ান না, তবে মাঝে মাঝে মনে হায় অন্য গ্রহ থেকে এসেছি.. ! :-)

২০০১ সালে বি, এন, পি ক্ষমতায় আসার পর একটা কথা বলেছিলাম, এ নির্বাচনের জয় বি, এন, পি এর জন্য বরং হিতে বিপরীত হয়েছে। নতুন করে ক্ষমতার স্বাদ পাওয়া আমার বি, এন, পির নেতা বন্ধুরা তখন আমাকে বাঁকা চোখে দেখেছিল। আমার খুব কাছের বন্ধু, আমার অতীত ইতিহাস জানে তাই কোন রকমে বলতে পারলনা যে আমি আওয়ামীলীগের সমর্থক বা দালাল। দুই বাছর যেতে না যেতে আমার সেই বন্ধু এসে বল্লেন আমিই ঠিক। বি, এন, পি ক্ষতায় কিন্তু আসল লাভ হলো জামায়েতের আর কিছু সুবিধাবাদি লোকের।

এসব সুবিধাবাদিরা বাংলাদেশে ছিল, আছে, থাকবে। তা আওয়ামীলীগ বা বি, এন, পি যেই ক্ষমতায় থাকুক না কেন। তবে ২০০১ সালের নির্বাচনের পর বি, এন, পি'র ক্ষমতার কেন্দ্রে থাকা নব্য নেতাদের ব্যাবহার করে তারা যে ব্যবসাটা করল তা বাংলাদেশে আগে কেউ পারে নাই। পরে অবশ্যয় দুর্নীতি আরো উন্নত হয়ে ডিজিটালে রুপান্তুত হয়েছে।

কথা হচ্ছিল বি, এন পি এর হিতে বিপরিত হওয়া।

জামায়েতের সাথে বি, এন পি'র জোট অনেকের মতে বি, এন পি'র রাজনৈতিক এবং আদর্শগত বড় পরাজয়। আওয়ামীলীগের আদর্শ যদিও আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ, স্বাধীনতার পর এর আপব্যবার সমাজের একটা শ্রেনীকে আওয়ামীলীগ থেকে দুরে ঠেলে দেয়। মানুষ নতুন আশ্রয় খুজতে থাকে। জম্ম যে ভাবে হোক না কেন বি, এন পি'র কার্যকালাপ, জিয়াউর রহমানের দেশ চালানোর দর্শন বাংলাদেশের একটা বিরাট জনগোষ্টিকে বি, এন পি এর দিকে আকৃষ্ট করে। কিন্তু জামায়েতের সাথে মিলে বি, এন, পি তার রাজনৈতিক বিশুদ্ধতা হারায়।



অথচ ২০০১ সালের নির্বাচনের আগে সময়টা এমন ছিলনা যে বি, এন, পি কে জামায়েতের সাথে এক জোট হতে হবে। আওয়ামীলীগের দেশ চালানোর অদক্ষতা, শেয়ার বাজার কেলেংকারী সহ দূর্নীতি আর ছাত্রলীগের সন্ত্রাস দেশের মানুষ কে বিষিয়ে তুলেছিল, বি, এন, পি এর জয় ছিল সমইয়ের ব্যাপার। আওয়ামীলীগ দ্বারা কোন ঠাসা হয়ে জামায়েতের বরং বি, এন, পি কে ভোট দেওয়া ছাড়া আর কোন পথ ছিলো না। বি, এন, পি জামায়েতের সাথে জোট না বেঁধেও জামায়েতের থেকে সুবিধা নিতে পরতো। অথচ রাজনৈতিক দূরদর্শী জামায়েত এমন অবস্থা থেকেও বি, এন পি থেকে সুবিধ আদায় করে নিয়েছে।

এর ফালাফল ধীরে ধীরে বি, এন, পি এর বিলিন হয়ে যাওয়া। ২০১৩ সালে এসে অনেকে খালেদা জিয়াকে জামায়েত ইসলামী বি, এন, পি শাখার আমির মনে করে!
বি এন পি এর ক্ষতিহবার একটাই কারন, জামায়েত এবং বি, এন, পি এর রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ ভিন্ন। বি, এন, পি'র আনেকে জামায়েত কে মেনে নিতে পারেন নাই। আনেক প্রবীন নেতা বি, এন, পি'তে এক ঘরে হয়ে গিয়েছিলেন, আনেকে দল থাকে বাহির হয়ে গিয়েছেন শুধু জামায়েতের সাথে বি, এন, পি'ত জোট মেনে নিতে পারন নাই বলে। এর সুবাধে রাজনৈতিক দূরদর্শন বিহীন বি, এন, পি এর তরুন নেতৃত্ব দলের নিয়ন্ত্রন পেয়ে যায়।

বি, এন পি এর মধ্যে গড়ে উঠে আর এক বি, এন, পি। সুবিধাবাদীর পেয়ে যায় অগাদ সুযোগ।

কথা হলো, এত ক্ষতি স্বীকার করে বি, এন, পি কেন জামায়েত কে আকড়ে দরে আছে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু এ কথা বলতে পারি, বি, এন পি যত তাড়াতাড়ি জামায়েত কে ছেড়ে নিজের মূলের কাছে ফিরে যেতে পারবে, তত তাড়াতাড়ি লাভবান হবে বি, এন, পি এবং বাংলাদেশ।


আরো পাড়তে ক্লিক করুন।



আমাদের সাথে যোগদিন ফেইসবুক টুইটার


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।