আমাদের কথা খুঁজে নিন

   

যানজট এড়াতে মুম্বাইয়ে সি-প্লেন চালু

যানজটে নাকাল ভারতের অন্যতম ব্যস্ততম নগরী মুম্বfই। শহরটিতে জনদূর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। আর তাইতো অফিস টাইমের ভয়ানক ভিড় সামলাতে ছোট ছোট সি-প্লেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বfইয়ের একটি বেসরকারি সংস্থা৷ আরব সাগরের নীল জলের উপর দিয়ে, সকালের বিরক্তিকর ট্র্যাফিককে সরিয়ে আগামী ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এ অভিনব সি-প্লেন জার্নি৷

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের তরফে ইতিমধ্যেই ছাড়পত্র মিলেছে৷ বাকি শুধু মুম্বাই কোস্ট গার্ডের অনুমতি৷ সেটাও আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে বলে আশা করা হচ্ছে৷

সি-প্লেন আকারে ছোট, খুব বেশি দূরত্ব উড়তে পারে না৷ কিন্ত্ত মুম্বই-সংলগ্ন আরব সাগরের যে অংশটুকু গতিপথে পড়বে, তা পার করতে পারে অনায়াসেই৷ রাস্তা দিয়ে যে দূরত্ব পার করতে কমপক্ষে ২ ঘণ্টা লেগে যায়, ১০ মিনিটের মধ্যে পেরোবে তা৷

আবার খরচের দিক চিন্তা করলেও খুব একটা বেশি না৷ ৭ মিনিটের উড়ানের মূল্য ৭৫০ টাকা৷ অল্পেতে শুরু হলেও অবশ্য পরে খানিকটা বাড়বে মূল্য৷ তবে কোনওমতেই এই পথে ১০০০ টাকার বেশি উঠবে না দাম৷ শিরডি উড়ানের খরচ পড়বে মাথাপিছু ১০০০ টাকা৷

তবে আসন বুক করা অন্তত প্রথম দিকে তেমন সহজ হবে না৷ প্রাথমিকভাবে একটিই চার আসনের 'সেসনা ২০৬' বিমান এই পথে চালাবে সংস্থাটি৷ নির্দিষ্ট সময়ে বুক করা যাবে সংস্থাটির ওয়েবসাইট থেকে৷

সংস্থা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির শেষ দিকে একটি ৯ আসনের সেসনা বিমান চালু করা হবে৷ ভালো সাড়া পেলে পরবর্তীকালে ১৯ আসনের বিমান চালানোরও পরিকল্পনা আছে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.