আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতে ক্রিকেটকে ইন্ডিয়ানরা যেসব

Good things come to those who wait. https://www.facebook.com/wikitanvir

আসুন দেখে নেই

১. ইন্ডিয়ান ব্যাটসম্যান ব্যাট করলে কোন বাউন্সার দেয়া যাবে না। দিলে নো বল হবে । বলের গতি ১৪০ এর বেশি হলে নো বল।
২. ডি/এল মেথড ইন্ডিয়ার যখন ইচ্ছা হবে তখন নেবে।
৩. ইন্ডিয়ার প্রত্যেক ব্যাটসম্যান কে ২ বার করে ব্যাটিং দিতে হবে।


৪. তাদের সেরা বোলারকে ১৫ ওভার বল করতে দিতে হবে। বাকিরা বল করলে ৪ বলেই ওভার দিতে হবে। অন্য দলের সেরা বোলার কয় ওভার বল করবে সেটা ইন্ডিয়া ঠিক করবে এবং কে কখন বল করতে আসবে সেটাও ইন্ডিয়া ঠিক করে দেবে।
৫. ইন্ডিয়ার বিপক্ষে যে দল খেলবে তাদের দল ইন্ডিয়া নির্বাচন করে দেবে।
৬. একাদশে দুইজনের বেশি পেসার নেয়া নিষিদ্ধ।


৭. ইন্ডিয়া ব্যাটিং আর বোলিং এর সময় আলাদা আলাদা একাদশ নিয়ে খেলবে। ব্যাটিং এর সময় ১১ জন ব্যাটসম্যান, বোলিং এ ১১ জন বোলার।
৮. র‍্যাঙ্কিং এর প্রতিটা ক্ষেত্রে শীর্ষ স্থান গুলো ইন্ডিয়ান প্লেয়ার দের জন্য চিরস্থায়ী ভাবে বন্দোবস্ত করা থাকবে।
৯. কোনো টস হবে না । ইন্ডিয়া তার ইচ্ছা মত আগে বল বা ব্যাট করবে।


১০. টেস্ট ম্যাচে অন্য দলের ইনিংস ইন্ডিয়া ডিক্লেয়ার করে দেবে।
১১. ফিল্ডিং এর সময় ইন্ডিয়া ২০ জন ফিল্ডার নিয়ে খেলবে।
১২. যে দেশের যে প্লেয়ারকে ইন্ডিয়ার পছন্দ হবে তাকে ইন্ডিয়ার জাতীয় দলে খেলতে দিতে অন্য দল বাধ্য থাকবে।
১৩. আইপিএল এর সময় কোন দল তাদের আইপিএল খেলা প্লেয়ারকে জাতীয় দলের জন্য নিতে পারবে না।
১৪. ইন্ডিয়া বল করার সময় ওয়াইড এর সীমানা ১ ফুট করে বাড়বে আর বাউন্ডারীও ১০ মিটার করে বাড়বে।


১৫. ইন্ডিয়া ব্যাট করলে ব্যাটে বল না লাগলেই ওয়াইড হবে আর বাউন্ডারি ১০ মিটার করে ছোট করা হবে।
১৬. সমস্ত আম্পায়ার আর রেফারী বিসিসিআই সিলেক্ট করবে।
১৭. ইন্ডিয়া ব্যাট করার সময় পাওয়ার প্লে হবে ১০ ওভার বেশি। ইন্ডিয়ার বোলিং এর সময় কোন পাওয়ার প্লে থাকবে না।
১৮. প্রতি নো বলের জন্য ইন্ডিয়া দুইটা করে ফ্রি হিট পাবে।


১৯. প্রতিটা আবেদনের জন্য ইন্ডিয়া ইচ্ছামত রিভিউ করতে পারবে। কিন্তু তাদের বিপক্ষে কেউ রিভিউ করতে পারবে না।
২০. প্রতিটা ধারাভাষ্যকারকে বাধ্যতামূলক ভাবে ইন্ডিয়ার গুণগান করতে হবে।
২১. ভারতকে কেউ হারালে তাদের টেস্ট,ওয়ানডে ও টি টুয়েন্টি সকল স্ট্যাটাস কেড়ে নেয়া হবে।

Collected from Fbook


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.