আমাদের কথা খুঁজে নিন

   

সমতল ও পাহাড়কে একসূত্রে বাঁধলেন মমতা

সমতল ও পাহাড়ের মধ্যে ঐক্যসূত্র বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দার্জিলিঙের ম্যালে নেতাজি স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের তার কণ্ঠে শোনা গেল চেনা সুর।

মমতা বলেন, নেতজি সবসময় একসঙ্গে কাজ করার কথা বলতেন। একত্রে কাজ করলে পাহাড়ের উন্নয়ন সম্ভব। এরফলে পাহাড় পর্যটনের মানচিত্রে আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, টালিউডের কাছে পাহাড় বরাবরই প্রিয়। তিনি এদিন টালিউডের শিল্পীদের পাহাড়ে অনুষ্ঠান করার আহ্বান জানান। এভাবে পাহাড় ও সমতলের মধ্যে একটা সুন্দর যোগাযোগ তৈরি হবে বলে মনে করেছেন মমতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার শেরিফ রঞ্জিত মল্লিক, দেব, হিরণ, মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তীসহ টালিউডের বিশিষ্ট শিল্পীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।