আমাদের কথা খুঁজে নিন

   

এ বছর বই নয়, আসছে আগামী বছর

বলতে চাই না। লিখতে চাই।

জীবিকার সন্ধানে ছুটতে ছুটতে হারিয়ে যাচ্ছে সৃষ্টিশীলতা। একসময় ব্যান্ড মিউজিকে নিয়মিত ছিলাম। কবিতা লিখতাম।

ফেসবুকে মাঝে মাঝে ছড়া দেই। পোলাপান হাসে। তবে সবচে যে জিনিসটা বেশি লক্ষ্য করছি সেটা হলো আমার রম্য সিরিজ উরাধুরা ১০০ পর্ব পার হওয়ার পর হুট করে প্রশ্ন আসতে থাকে আপনি রম্যগ্রন্থ কবে বের করছেন? দেখেন আমি অন্যান্য কোন দক্ষ রম্যলেখক নই যে বললেই আমার বই বের করে ফেলবো। একটা প্যাটার্ণ দাঁড় করাচ্ছি। প্যাটার্ণটা হতে একটু সময় লাগবে।

তবে আমার ইচ্ছা একটা বই বের করার যেখানে দশ পনেরোজন নবীন লেখকের লেখা থাকবে। বইটি বের করবো আগামী বছর। প্রার্থনা করবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।