আমাদের কথা খুঁজে নিন

   

সৌগন্ধ্যে নৈঃশব্দে মৃদমন্দ বাতাসে আসে ছন্দের তাল // শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

সৌগন্ধ্যে নৈঃশব্দে মৃদমন্দ বাতাসে আসে ছন্দের তাল
মিষ্টি রৌদ্রে ঝকঝক করে উঠে প্রেমের চাতাল
আমি ক্রমশ পাড় করি প্রখর কামনার কাল
অন্তগহবরে তখন বেতাল।

অাঁধারের রেণু মেখে তনুদেহে দিয়ে আসো সুগন্ধি সুবাস
গনগনে আগুন জ্বলে উঠে ব্যাপনে সাঁটায়
কলি ফুটে বৃত্তি ছড়ায় তার প্রকাশ
কামনার কৌমার্যে কে যেন আমারে পাঠায়

পোস্ট অফিসে,__আমি খামে ভরে ঢোলে ফেলি পুলকপত্র
চিঠির বার্তা তোমার বোধের গভীরে গিয়ে আবেশিত করে
কথাগুলি কবিতা হয় ছত্র ছত্র
উঠোনে খই ফোটে ভরভরে।



কেন্দ্রে গিয়ে দেখি, এখানে কামনা আর রমণের শ্রাবণ
বৃষ্টি হবে তাই গুড় গুড় গগন।
২৩.০১.২০১৪

[সৌগন্ধ্যে নৈঃশব্দে মৃদমন্দ বাতাসে আসে ছন্দের তাল // শাফিক আফতাব]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।