আমাদের কথা খুঁজে নিন

   

রাহুল মোদী ওবামা আম আদমির সদস্য!

শুধু গুজরাটের মুখ্যমন্ত্রী মোদীই নন, এএপির সদস্য তালিকায় রয়েছে রাহুল গান্ধীর নামও। ভারতীয় কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাহুলের মতো তার বাবার নামও রাজীব গান্ধী।

দুর্নীতি বিরোধী স্লোগানে দিল্লির ‘মসনদে’ বসা অরবিন্দ কেজরিওয়ালের দল এএপির সদস্য তালিকায় আরো রয়েছেন বারাক ওবামা, অটল বিহারী বাজপেয়ী, এমনকি মোহন দাস করম চাঁদ গান্ধী এবং জওহরলাল নেহেরু।

এই তালিকায় চোখ রাখলে কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিয়ে হৈ চৈ ফেলে দেয়া কেজরিওয়ালের খুশিই হওয়ার কথা।

কিন্তু আসল ঘটনা হলো- এপিপির ওয়েবসাইটে গিয়ে যে কেউ ইচ্ছেমতো নাম নিয়ে নিবন্ধন করতে পারছেন।

এমনকি এক নামে একাধিকবার নিবন্ধন করা যাচ্ছে বলেও এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।     

পরিস্থিতি এমনই যে, নরেন্দ্র মোদীর নামে দুই বার তা তারও বেশি নিবন্ধন হয়েছে। রাহুল গান্ধীর নাম নিবন্ধনে তুঘলক লেনের যে বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে- ওই বাড়িতেই আসল রাহুল থাকেন।  

এপিপি সদস্য বারাক ওবামার নিবন্ধনে পূর্ব দিল্লির ঠিকানা দেয়া হলেও তার বাড়ির নাম হোয়াইট হাউজই রাখা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থাকেন।  

জওহরলাল নেহেরুর বয়স উল্লেখ করা হয়েছে ১০০ বছর।

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নামে যার নাম, তার ফোন নম্বরটিও অদ্ভূত- ১০১০১০১০১০।

আম আদমির নতুন সদস্য তালিকায় আছেন অ্যাঞ্জেলিনা জোলি, যে নামে হলিউডের এক অভিনেত্রীকে সবাই চেনে।

এক বছর বয়সী এ দলটি দিল্লির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পর পুরো ভারতজুড়ে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে। এজন্য দলটির ওয়েবসাইটে বিজ্ঞাপনও দেয়া হয়।

বিজ্ঞাপনে দেয়া কয়েকটি ফোন নম্বরে মিসড কল দিয়ে অথবা এসএমএস পাঠিয়েও সদস্য হওয়া যায়।

অনেকে আবার না চাইতেই তাদের ফোনে সদস্যপদ পাওয়ার বার্তা পেয়ে গেছেন।

এছাড়া এএপির ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করেও সদস্য হওয়া যায় কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তাদের প্রতিবেদকও এএপির ওয়েবসাইটে গিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখেছেন। তার কল্যাণে জুলিয়া রবার্টস ও মঙ্গলপুরি নামে দুজন সদস্যও আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন।     

 সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর ১২ দিনেই ৫০ লাখ সদস্য পাওয়ার কথা জানায় এএপি।

প্রজাতন্ত্র দিবসের আগেই ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যের কথাও জানায় দলটি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।