আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজায় আহত শ্রমিকের ‘আত্মহত্যা’

সালমা (২৭) নামের এই পোশাককর্মী গত দুই মাস ধরে তার স্বামীর সঙ্গে ঢাকার তুরাগ থানাধীন বামনার টেক এলাকায় ঘর ভাড়া নিয়ে ছিলেন। শুক্রবার সকাল ১১টার দিকে সেখান থেকেই পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তুরাগ থানার এস আই কামাল হোসেন বলেন, “রানা প্লাজা ধসের ঘটনায় সালমা মাথায় আঘাত পেয়েছিল বলে তার স্বামী বাবু আমাদের জানিয়েছে। তার মাথায় প্রায়ই প্রচণ্ড যন্ত্রণা হতো। প্রতিবেশীরাও আমাদের একই কথা বলেছে।

“বাবুর ধারণা, ওই যন্ত্রণা সইতে না পেরেই সালমা ঘরের আঁড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ”

বাবু জানান, তিনি নিজে গাড়ি ‘হেলপার’। সালমা কাজ করতেন রানা প্লাজার সপ্তম তলায় একটি পোশাক কারখানায়।   

গত ২৪ এপ্রিল সাভার বাজারের ওই ভবনটি ধসে পড়ার দুই-তিনদিন পর ধ্বংসস্তূপ থেকে সালমাকে জীবিত উদ্ধার করা হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তাকে বেশ কিছুদিন হাসপাতালেও থাকতে হয়।

  

মাস দুই আগে তারা সাভার থেকে ঢাকায় এসে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন বলে জানান বাবু।      

তিনি বলেন, সালমার মাথার যন্ত্রণা মাঝেমধ্যে এতোটেই বেড়ে যেত যে তিনি দেয়ালে মাথা ঠুকতেন।

সরকারের তরফ থেকে এ পর্যন্ত তারা ৬০ হাজার টাকা সহায়তা পেয়েছেন বলেও জানান বাবু।

এস আই কামাল বলেন, ময়না তদন্তের জন্য সালমার লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।   এ বিষয়ে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.