আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সবচেয়ে বিগ বাজেটের ছবি " রাজা হ্যান্ডসাম " (ভারতীয় ছবি 'Dhoom' এর রিমেক)



বাংলাদেশের সবচেয়ে হ্যান্ডসাম নায়ক ও বাংলার কিং খান খ্যাত শাকিব খান (35) এবার হবেন রাজা হ্যান্ডসাম। ছবিটি এযাবতকালের সবচেয়ে বিগ বাজেটের ছবি হতে যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হবে যা এর আগে কোনো নির্মাতা ব্যবহার করেন নি। ছবিতে রাজা নামের এক চোরের ভুমিকায় দেখা যাবে শাকিব খানকে। স্কটল্যান্ডের দামি হীরা চুরি করতে দেখা যাবে শাকিবকে।

তার প্রেমিকার চরিত্রে থাকবে অপু বিশ্বাস ও ববি।

নির্মাতা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালা বলেছেন, ছবিটি বাংলাদেশের চলচ্চিত্রের চেহারা পাল্টে দিবে। ছবির শুটিং হবে বিদেশের বিভিন্ন লোকেশনে।

শাকিব খান বলেন, ছবিটি ভারতীয় ছবি Dhoom এর ছায়া অবলম্বনে হবে। ছবিটি হবে অত্যন্ত আধুনিক বিগ বাজেটে ছবি।

ছবিটি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে মুক্তি পাবে।

ধুম থ্রি’র আদলে শাকিব অপুর রাজা হ্যান্ডসাম

বিনোদন করেসপন্ডেন্ট, বাংলামেইল২৪ডটকম



ঢাকা: ঢাকাই ছবির কিং খ্যাত শাকিব খানের প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘রাজা হ্যান্ডসাম’। পরিচালক বদিউল আলম পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে বরাবরের মতো এবারও নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস।

বর্তমানে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে ‘রেড’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন শাকিব। সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকায় ফিরেই ‘রাজা হ্যান্ডসাম’ রূপ দেখাবেন তিনি।

ছবিটির গল্প সর্ম্পকে তিনি বলেন, ‘ছবিটির গল্প আমাদের আর দশটা ছবির গল্প থেকে ভিন্ন। ভারতের ধুম ছবির গল্পের সঙ্গে আমার ছবিটির গল্পের কিছুটা তুলনা করা যেতে পারে। এখানে আমি আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে জড়িত থাকবো। ছবিতে বিভিন্ন ধরণের অ্যাকশনের পাশাপাশি রোমান্টিক দৃশ্যও থাকবে।

প্রযোজনায় আসা প্রসঙ্গে শাকিব বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রে রমরমা অবস্থা বিরাজ করছে।

কারণেই প্রযোজনায় আসা। তাছাড়া অনেকদিন ধরেই ইচ্ছা ছিলো প্রযোজনা করার। আশা করছি দর্শক ছবিটি গ্রহণ করবে। ’

উল্লেখ্য, বদিউল আলম পরিচালিত ও শাকিব খান প্রযোজিত ‘রাজা হ্যান্ডসাম’ ছবিটির বেশ কিছু অংশের শুটিং হবে যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে। Click This Link


ছবির ডিজিটাল পোস্টার



বাংলা ছবির নতুন মাত্রা রাজা হ্যান্ডসাম

বায়োস্কোপ প্রতিবেদক

বায়োস্কোপ প্রতিবেদক

বায়োস্কোপওয়ালা প্রোডাকশন্সের নতুন ধামাকা ‘রাজা হ্যান্ডসাম’ একযোগে রিলিজ হবে যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড এবং এশিয়া এ চারটি মহাদেশে।

ডিজিটাল প্রযুক্তিতে দেশের পথিকৃৎ এ প্রযোজনা হাউস এবার তৈরি করতে যাচ্ছে তুমুল অ্যাকশন-থ্রিলার ধাঁচের এ ছবি। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ছবিটি দেখতে পাবেন দর্শকরা। ছবিটি পরিচালনা করছেন দর্শকনন্দিত অনেক ছবির সফল পরিচালক বদিউল আলম খোকন। প্রধান চরিত্র নির্বাচন থেকে শুরু করে গান ও গানের শিল্পী নির্ধারণ পর্যন্ত প্রায় সব কাজ গুছিয়ে আনা হয়েছে এরই মধ্যে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিংয়ের মূল কাজ।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা এবং পরবর্তীতে ইউরোপের একাধিক আকর্ষণীয় লোকেশনে যাবে ছবির শুটিং ইউনিট।
‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে এক নতুন মাত্রায় উন্নীত করতে চাই আমরা,’ বলেন বায়োস্কোপওয়ালার ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান। তিনি জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে রাজা হ্যান্ডসাম ছবিটি নিয়ে জল্পনা- কল্পনা করেছি। আমাদের দেশে এফডিসি কেন্দ্রিক ছবিগুলোতে কিছু বাধ্য বাদকতা থাকে। যেমন ৭টা ফাইট, ৬ টা গান হতে হবে ইত্যাদি।

সেই জায়গা থেকে আমরা কিছুটা সরে আসতে চাইছি। তাই বলে ঢাকাই ছবিকে পাল্টে দিতে চাই না। মূলত আমরা চাই সিনেমাটি দর্শক গ্রহণ করুক এবং আমরা যেন লাভবান হই।


তিনি আরো বলেন, অ্যাকশন-থ্রিলার ছবির কথা বলতে গেলেই আমরা তাকিয়ে থাকি হলিউড কিংবা বলিউডের দিকে। অথচ সমৃদ্ধ একটি অতীত রয়েছে ঢালিউডের।

এ কারণেই ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে এমন প্রবল আশাবাদী হতে পারছি আমরা। এ লক্ষ্যেই অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ, গান, সেট ডিজাইন, লাইটিংসহ সব ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সেরা মানুষগুলো নিয়ে ‘রাজা হ্যান্ডসাম’-এর টিম গঠন করা হয়েছে। বছরের শেষ নাগাদ ‘রাজা হ্যান্ডসাম’ ছবিটি একযোগে বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় রিলিজের পরিকল্পনা রয়েছে।
ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, আমরা সম্পূর্ণ একটি একশন থ্রিলার ছবি নির্মাণ করবো। সেক্ষেত্রে অন্য কোন ছবির কপি করিনি।

তবে হলিউডের কিছু ছবির ব্লেন্ড করেছি। হলিউডের ছবির ছায়া থাকবে, কিন্তু হুবহু নকল হবে না।
‘রাজা হ্যান্ডসাম’ ছবিতে কেন্দ্রীয় ‘রাজা’ চরিত্রে অভিনয় করছেন তারকা শাকিব খান। শাকিব খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, ‘ছবির নাম শুনেই আমার পছন্দ হয়েছে এবং আমি যেন রাজা হ্যান্ডসামের পোস্টার ও বিলবোর্ড কল্পনায় দেখতে পাচ্ছিলাম। ’

Click This Link


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.