আমাদের কথা খুঁজে নিন

   

শুধু বাইশ গজ

মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...

শুধু বাইশ গজ, ছিল মোর আজ, বাকী গেছে গোলামিতে
কহিলেন দাদা, 'শুনেছিস গাধা, ও-ই লাগে প্রণামীতে'।
বলিলাম হাসি, বড় ভালোবাসি, তুমি দাদা মহারাজ
এই আছে শুধু, বাকী সব ধু ধু, আছে শুধু বাইশ গজ
শুনে দাদা কন, এ কী আচরণ? চোখের দিকেতে তাকা
এই দুনিয়ায়, সবই মিছে হায়, শুধু আছে টাকা টাকা!
টাকাই মস্ত, টাকা সমস্ত, টাকাই মা-বাপ-দাদা
দিয়ে দে না আজ, ওই বাইশ গজ, ওটাই দাদার চাঁদা!
ওটা দিতে হবে? কহিলাম তবে, দুই হাতে পা'য়ে ধরে
দাদাগো শুনুন, খেয়েছিগো নুন, নিন যত লাগে ভরে
দাদা হাসিলেন, দাদা কাশিলেন, কহিলেন বাছা শোন
রঞ্জি ট্রফিতে, বল টোকাইতে, রইলো আমন্ত্রণ!
খুশি হয়ে আজ, বেচি বাইশ গজ, আহা দাদা দাদা দাদা
রঙ্গিন পোশাক থাকিতে কেনগো চাহিবে পোশাক সাদা?
দাদা বলিলেন, ফের চলিলেন, ঢের কাজ আছে বাকি
চাঁদা আছে আরও, বারো মাসে বারো, উসুল হয়নি নাকি!
ফ্যা ফ্যা করে হেসে, গলা কেশে কেশে, কহিলাম দাদা শোন
যখন যা লাগে, নিবে আগে ভাগে, দ্বিধা করিবে না কোন

এ জগতে হায়, সেই বেশী চায়, যার আছে ভুরি ভুরি
দাদার হস্ত, করে সমস্ত, এপারের ধন চুরি!
গরীবের বউ, ভাবী বলে কেউ, কেউ বলে এ-তো মোর
ডাকাতিটা যদি, সহজের গতি, কেন হবে দাদা চোর?

শুধু বাইশ গজ, বাকি ছিল আজ, তাই নিবে দাদা আহ
তোমার জন্য, করিয়া শুন্য, যা লাগে নাওনা বাহ!

কিন্তু হে দাদা, আছে কিছু বাঁধা, কিছু ছেলেপুলে আছে
বাংলাদেশের কথা শুনে তারা, আগুনের মতো নাচে
এই কিছু গাধা, চিনিল না দাদা, কত বড় বেয়াদব!
শুধু বাইশ গজ, বাকী ছিল আজ, ধুধু করে আর সব
এই বাইশ গজে, সবুজে সবুজে, কেমন ঝঞ্ঝা ওঠে
তাই বলে তোরা, দাদাদের ফোঁড়া? সাহস হয়েছে বটে!

তারা বলে আজ, এই বাইশ গজ, না কি তাহাদের গান
মুখে, বুকে, পিঠে, মাঠে আর ক্রিকেটে, বাংলাদেশের প্রাণ

লাল সবুজের, ছোঁয়া অবুঝের, ঝেঝে ওঠে তারা ওই
দাদা ওগো মোর, এ প্রাণের জোর, ঠেকাবে সাধ্য কই?
শুধু আছে আজ, এই বাইশ গজ, বাকী গেছে দালালীতে
এই বাইশ গজে, বাদ বাকী ঘোঁচে, রক্তের হালাল-ই তে

ওরা বলে আজ, এই বাইশ গজ, লাল সবুজের গান
বল আর ব্যাটে, মাঠে আর মাঠে, বাংলাদেশের প্রাণ
কেপে ওঠে রোজই, এই বাইশ গজই, বুকের ভেতর ঢেউ
এ মাটির প্রাণ, কেড়ে নিতে চান, আছে কি এমন কেউ!!!
------------------------------------------------------
শুধু বাইশ গজ/ সাদাত হোসাইন
২৫.১.২০১৪
(রবীন্দ্রনাথের 'দুই বিঘা জমি'র ছায়া অবলম্বনে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.