আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে অস্ট্রেলিয়ান ওপেন জয় লি নার

বছরের প্রথম এই গ্র্যান্ড স্লাম জিততে ৭-৬, ৬-০ গেমে স্লোভাকিয়ার সিবুলকোভাকে উড়িয়ে দিয়েছেন লি না।

এর আগে দু’বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে এশিয়ার প্রথম গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের গৌরব অর্জন করা লি না। কিন্তু ২০১১ ও ২০১৩ সালের ঐ দুই ফাইনালের মতো প্রথম সেট জিতেও হারের হতাশায় কোর্ট ছাড়তে হয় লি নাকে।

তৃতীয়বারের প্রচেষ্টায় সাফল্য মুঠোবন্দি করতে এবার লি নার সামনে ছিল তুলনামুলক সহজ প্রতিপক্ষ, ২০তম বাছাই স্লোভাকিয়ার সিবুলকোভা।

প্রথম সেটের প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে সে সম্ভাবনা আরো উজ্জ্বল করে তোলেন ৩২ বছর বয়সী লি না।

কিন্তু ২৪ বছর বয়সী সিবুলকোভাও সহজে হার মানেননি। ঐ সেটেই দারুণভাবে ফিরে আসেন তিনি।

লি নার সার্ভিস সিবুলকোভা ব্রেক করলে সেট গড়ায় টাইব্রেকারে। তবে তারপর আর বাধা হয়ে দাঁড়াতে পারেননি প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা সিবুলকোভা।

১ ঘণ্টা ৩৭ মিনিট দীর্ঘ এই ম্যাচের প্রথম সেট শেষ হতে সময় লাগে ৭০ মিনিট।

দ্বিতীয় সেট শেষ হয় মাত্র ২৭ মিনিটে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।