আমাদের কথা খুঁজে নিন

   

সেরা নায়িকা দীপিকা

দীপিকার সময় সত্যিই ভালো যাচ্ছে। ক্যারিয়ারের সুসময় উপভোগ করছেন তিনি। এর মধ্যে ফিল্মফেয়ার পুরস্কারে এবার সেরা নায়িকা হয়েছেন দীপিকা। 'রাম-লীলা' ছবির জন্য তিনি এ সম্মান অর্জন করেন। সঙ্গে সেরা অভিনেতা হয়েছেন 'ভাগ মিলখা ভাগ' তারকা ফারহান আখতার।

আর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী তনুজা। সেরা ছবির স্বীকৃতি পেয়েছে 'ভাগ মিলখা ভাগ'।

২০১৩ সালে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি', 'চেন্নাই এঙ্প্রেস', 'গোলিও কি রাসলীলা: রাম-লীলা'র মতো একের পর এক বঙ্ অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন দীপিকা। এবার তার স্বীকৃতি পেতে শুরু করেছেন তিনি। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত 'রাম-লীলা' ছবিতে লীলা চরিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ বছর ফিল্মফেয়ারের মতো ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

২০০৮ সালে 'ওম শান্তি ওম' ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেলেও এবারই প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুললেন তিনি। আর নিজের অনুভূতি জানিয়ে দীপিকা বলেন, 'সত্যিই অসাধারন অনুভূতি খেলছে আমার মনে। নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তবে আমি আমার এ সম্মান সঞ্জয় লীলা বানশালি সাহেবকে উৎসর্গ করছি। তিনিই আমাকে অনবদ্য করে তুলেছিলেন।

'

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।