আমাদের কথা খুঁজে নিন

   

বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে ওঠার তাগিদ দেয় তাবলিগ

তাবলিগ জামাতের ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত ২৪ জানুয়ারি শুরু হয়েছিল। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের ইজতেমার সমাপ্তি টানা হবে। প্রথম পর্বে দেশের ৩২টি জেলার তাবলিগ জামাতের সদস্যরা যোগ দিয়েছেন। আগামী শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতেও দেশের বাকি ৩২টি জেলায় তাবলিগ জামাতের মুসল্লি রা অংশ নেবেন।

প্রথম পর্বে বিশ্বের ৭৯টি দেশের ২২ হাজার বিদেশি মুসল্লি সহ দেশের লাখ লাখ মুসল্লি যোগ দিয়েছেন। লাখ লাখ মানুষের এই সমাবেশ ছিল সুশৃঙ্খল। তাবলিগ জামাতের সদস্যরা নিজেরাই রান্না করেছেন। বিশ্ব ইজতেমার পুরোটা সময় তারা কাটিয়েছেন আল্লাহর ইবাদতে। তাবলিগের মুরবি্বদের কাছ থেকে তারা আল্লাহর পথে কীভাবে চলবেন সে প্রশিক্ষণ নিয়েছেন।

নামাজ রোজা হজ জাকাত শুধু নয়, মানবসেবার দীক্ষা পেয়েছেন তাদের কাছ থেকে। পরিচ্ছন্ন ও পবিত্র জীবনযাপনের ছবক নিয়েছেন তারা। আল্লাহ ও আল্লাহর রাসূলের পথ আঁকড়ে ধরার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা ইলিয়াস (রহ.) আল্লাহ ও রাসূল (সা.)-এর দীন প্রতিষ্ঠার যে দাওয়াতি কার্যক্রম শুরু করেন তা আজ বিশ্বজুড়ে মুমিনদের মহাআন্দোলনে পরিণত হয়েছে। আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্যের মাধ্যমে নিজের জানমালকে মহান স্রষ্টার প্রতি উৎসর্গ করার তাগিদ সৃষ্টি করেছে তাবলিগ জামাতের শিক্ষা।

সূরা আল-সাফের ১০ নম্বর আয়াতে আল্লাহপ্রেমিকদের প্রতি আহ্বান জানিয়ে ইরশাদ করা হয়েছে, 'হে মুমিনগণ তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান কি দান করব, যা তোমাদের কঠোর আজাব থেকে রক্ষা করবে? তা হলো আল্লাহর ওপর এবং তার রাসূলের ওপর ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে মেহনত করবে। ' বস্তুত তাবলিগ জামাতের নিবেদিতপ্রাণ আল্লাহপ্রেমিকরা সূরা আস-সাফের নির্দেশনা অনুযায়ী আল্লাহর পথে মেহনত করাকে নিজেদের কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন। একটি হানাহানি ও পঙ্কিলতামুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় তারা একে অপরের প্রতি মহব্বতের হাত বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথ আঁকড়ে ধরতে সবাইকে উদ্বুদ্ধ করছেন। বস্তুগত স্বার্থ ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে নিজেদের সৎ মানুষ হিসেবে গড়ে তুলছেন তারা।

আজ বিশ্বজুড়েই যার প্রয়োজন সবচেয়ে বেশি।

লেখক : খতিব, আল আমিন জামে মসজিদ, খুলনা

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।