আমাদের কথা খুঁজে নিন

   

কেজরিওয়ালের ইচ্ছায় ফিতা কাটলেন রিক্সাচালক

হাসপাতালের প্রবেশমুখে দাঁড়িয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন যিনি তার নাম বিজয় বাবা। পেশায় রিক্সাচালক। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইচ্ছায় এই দায়িত্বটি পালন করেন ৬০ বছর বয়সী বিজয় বাবা।

গতকাল শনিবার পালিকা ম্যাটারনিটি হাসপাতালে ঘটে যাওয়া এ ঘটনাটি রাজনীতির ইতিহাসে বিরল বলা চলে। বিজয় বাবাই প্রথম আম আদমি, প্রধান অতিথি হিসেবে যার নাম খোদিত হল পাথরে।

জানা যায়, নয়া দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের পক্ষ থেকে হাসপাতালের ফিতা কাটার আমন্ত্রণ এসেছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়ালের কাছে। কিন্তু তিনি আমআদমির হাতেই এই দায়িত্ব তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং বেছে নেন বিজয় বাবাকে।   খবরটা শুনে বিশ্বাসই করতে পারছিলেন না বাবাও। তিনি বলেন, কোনোদিন স্বপ্নেও ভাবিনি, আমি হাসপাতাল উদ্বোধন করছি।

এদিকে, এই ঘটনার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে কেজরিওয়ালকে।

বিরোধীদের অভিযোগ, দলের প্রচার করতেই এ কাজ করেছে আপ সরকার। দিল্লির বিজেপি প্রধান বিজয় গোয়েল বলেন, আমরা খুশি যে একজন সধারণ মানুষ হাসপাতালের ফিতা কেটেছেন। কিন্তু এটাও ঠিক যে ভালো কাজকে নাটকীয় রূপ দেওয়া বন্ধ করা উচিত আপের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।