আমাদের কথা খুঁজে নিন

   

নৈরাজ্যবাদ সুশাসনের বিকল্প হতে পারে না: প্রণব

৬৫তম সাধারণতন্ত্র দিবসের আগের রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মুখে ফুটে উঠল আগামী লোকসভা নির্বাচন নিয়ে আশঙ্কার কথা৷ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বললেন, ‘স্থিতিশীল সরকার গঠিত না হলে তা স্বার্থান্বেষীদের দখলে চলে যাবে৷ ফলে দেশের সর্বনাশ হবে৷’

এরপরই দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতির আহ্বান, ‘আমরা প্রত্যেকেই ভোটার৷ আমাদের কাঁধে গুরু দায়িত্ব ন্যস্ত রয়েছে৷ দেশের ক্ষতি সাধন রুখতে হবে আমাদেরই৷ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে৷

নাতিদীর্ঘ ভাষণে দেশের উন্নয়নের কথা যেমন রাষ্ট্রপতির মুখে উঠে এসেছে। আগামী নির্বাচনের কথা উঠেছে, তেমনই উঠে এসেছে দুর্নীতির প্রসঙ্গও৷ দুর্নীতিকে কর্কট রোগ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় দুর্নীতি৷ এরফলে মানুষ রুষ্ট হন৷ সরকার যদি এই ভুল ভ্রান্তি শুধরে নিতে না পারে তবে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার বদলে দেয়৷

অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধরনা নিয়ে যখন সরগরম সারা দেশ, তখন পরোক্ষে এই পদক্ষেপের সমালোচনা করেন তিনি৷ রাষ্ট্রপতি বলেন, ‘কপটতার উত্তরোত্তর বৃদ্ধিও গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক৷ নির্বাচন মানেই সাধারণ মানুষকে প্রতিশ্রুতির মায়াজালে বেঁধে ফেলা নয়৷ যারা ভোটারদের মন জয় করতে চাইছেন তারা পূরণ করা সম্ভব এমন প্রতিশ্রুতিই দেন৷ আরও একধাপ এগিয়ে প্রণব বলেন, ‘নৈরাজ্যবাদ সুশাসনের বিকল্প হতে পারে না৷’

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।