আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে বিজিবির জব্দ করা প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

গত বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাসে ফেনীর বিভিন্ন সীমান্তে জব্দকৃত ১ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ রবিবার দুপুরে ফেনীর জায়লস্করের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ভারতীয় ফেনসিডিল ৫ হাজার ৫৫৬ বোতল, ভারতীয় বোতলজাত মদ ১০ হাজার ১৯৪ বোতল, ভারতীয় চোলাই মদ ১০ লিটার, ভারতীয় গাঁজা ৭৩ কেজি, ভারতীয় বিয়ার ১৬৭ বোতল, ভারতীয় ইনজেকশন ১০০টি।

মাদকদ্রব্য ধ্বংসের সময় ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহমুদুন্নবী. জি, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (ম্যজিষ্ট্রেট) তানভীর হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজিবি ফেনীর সব সীমান্তে ভারত থেকে আমদানিকৃত মাদকদ্রব্য নিয়মিত আটক করে মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে জমা দিয়ে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।