আমাদের কথা খুঁজে নিন

   

নগ্নস্নান // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি প্রবেশের অনুমতি দিতেই পুরো বিপণিবিতান ঝলমল করে উঠলো,
আমি ঝুলন্ত সিঁড়িতে পা দিতেই এক নরম লিফটে ঘিরে গেলাম।
তুমি নিমিষেই আমাকে নিয়ে চললে একশত দশতলা কামরায় __
আমি সেথায় অনুভবগুলো রঙিন গেলাসে ঢকঢক গিলে খেতে থাকলাম।



তুমি দেখালে পাহাড়ের ঢালুপথ, বললে, এই পথে পৃথিবীর সবচে সুন্দরতম নিসর্গে
আরোহন করা যায, এই পথ, পৃথিবীর এক সার্বজনীন অথচ গোপন পথ __
এখানে থাকে পুলকের সুন্দরতম প্রকাশ, থাকে শিল্পের সকলসূত্র প্রতিটি সর্গে,
এই পথে হেঁটে হেঁটে স্বর্গলোকে গমর করা যায়, সতত।

আমি সেইপথে হাঁটা যবে করিলাম শুরু, দেখি একশত দশতলা দালান
পাখির মতোন আকাশে উড়ছে, আবার মনে হলো, আমি যেন গহীন সমুদ্রে
ভাসায়েছি নৌকা, ভয় লাগলো, তুমি শক্ত করে ধরে রাখলে, গলতে থাকলো পরাণ,
সেইদিন তোমাকে পাই আমি কালভদ্রে।

তোমার বিপণিবিতানে আমি আজও যাই, কসমেটিকস-এর বিবিধঘ্রাণে
আমার রক্তগুলো কথা কয়, তোমাকে পেতে চায় নগ্নস্নানে।
২৬.০১.২০১৪

[নগ্নস্নান //
শাফিক আফতাব //]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.