আমাদের কথা খুঁজে নিন

   

Qubee যন্ত্রনা....

বাংলা আমার...................

Qubee'র যন্ত্রনা ব্যবহার করছি প্রায় বছর ৩ হলো, ১০ জিবি প্যাকেজ ব্যবহার করছি। প্রথম দিকে স্পিড মোটামোটি ছিলো তবে ইদানিং অবস্থা মাশাআল্লাহ্ বড়ই করুন। ১০ এমবির ফাইল ডাউনলোডে ঘন্টা খানেক সময় লাগে এবং কয়েকবার ডাউনলোড কেটেও যায়। নেট স্পিডের কথা বলতে নিজেরই লজ্জা লাগে! এসব সমস্যার কারনে মাঝে মধ্যেই আমার 10GB র ৫/৬ জিবি অব্যাবহৃত থেকে যায়।
এবার চিন্তা করছি Qubee বাদ দিয়ে দিব এবং পরিচিত বন্ধুদের বলবো এই যন্ত্রনা বাদ দিয়ে অন্যকোন অপারেটর ব্যবহার করতে।
নেট ওপেন হতেই লাগে ৫ মিনিট! এমন যন্ত্রনা টাকা খরচ করে কেন সহ্য করবো!!
সুতারং বিদায় কিউবি......

** কোন অপারেটর ব্যবহার করলে ভাল হবে কেউ দয়া করে জানালে উপকৃত হবো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।