আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাবসা করতে লাগে নিজের মার্কেটিং আর পরিচিতি......

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... স্টুডেন্ট লাইফ থেকে বুঝতে শিখেছি লাইফে বড় হতে হলে ব্যাবসার কোন বিকল্প নাই । শুরুতেই ভেজাল শুরু করছে কেয়েকটি কাগজের টুকরার অভাব। মানে টাকা । বাপে টাকা দিবে না । কি আর করা, এক বন্ধুর সাথে শুরু করলাম তাও হল না।

এরপর ব্যাবসার আশা মনে পুষে রেখে নামলাম শেয়ার ব্যাবসায়, খায়লাম এক ধরা। প্রতিদিন বাপের কথা শুনা লাগে এর জন্য। সব বাধ দিয়ে ঢুকলাক চাকরিতে আর ব্যাবসার প্রতিভাকে আবার ও জাগ্রত করলাম। চিন্তা করলাম আমার ব্যাবসার রুলিং মানি থাকবে ৩০লাখ এর কাছাকাছি। যদি ও তা একবারে হবে না, আল্লাহর রহমতে আগামী ৩ মাসের মধ্যে করে ফেলত পারব।

এখন আমার রুলিং মানি হচ্ছে ১০লাখ টাকা। ব্যাবসার বয়স ২ মাস। আর আমার নিজের টাকা হল মাত্র ১.৭৫হাজার । যাদের কাছ থেকে টাকা নিচ্ছি তাদের একটাই কথা সব টাকা ১ মাস পর নতুন করে নিতে হবে। দুঃখের বিষয় আমার বাসার মানুষজনই আমার এই প্রতিভাটাকে বুঝলনা ।

চাকুরীর ১ বছরের মধ্যেই কম্পানীর মার্কেটিং এর পাশাপাশি নিজের মার্কেটিং যে ভালই করতে পেরেছি মনে হচ্ছে। যারা আমাকে সাহায্য করছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভাইয়েরা আমাকে একটা বুদ্ধি দেন তো, কিভাবে ব্যাংক থেকে সহজ উপায়ে লোন নেয়া যাবে। আমি জানি কৃষি লোনের উপর সুদ সবচেয়ে কম, আর তা পাওয়ার উপায় কি...যদি কোন ব্যাংকার ভাই থাকেন তাহলে আওয়াজ দিয়েন.....আমার একটা কৃষি খামার করার ইচ্ছা আছে, কিন্তু সমস্য একটাই নগদ টাকা নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।