আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ব্যাবসা !!!

জন্মের আইলসা একটা পোলা প্রতিটা সরকারই কিছু নতুন ব্যাবসার ধান্দা করে, এর মধ্যে কোনো একটা ব্যাবসা ঠিক মতো ক্লিক করতে পারলেই কেল্লাফতে !!! এরই ধারাবাহিকতায় আজকে শুনলাম নতুন একটা ব্যাবসার আয়োজন করা হইছে, প্রথম আলোতে নিচের সংবাদ টা পাইলাম ঃ চুরি ছিনতাই রোধে গাড়িতে জিপিএস বাধ্যতামূলক ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, জিপ ও পণ্যবাহী ট্রাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) লাগানো বাধ্যতামূলক করেছেন সরকার। ফলে গাড়ির মালিক বা অন্য যেকোনো পক্ষ গাড়ির গন্তব্য অবস্থান নির্ণয় করতে পারবেন। আজ বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ বিধান কার্যকর করার তারিখ নির্ধারণ করবে। মূলত সড়ক দুর্ঘটনা ও গাড়ি ছিনতাই এড়াতে এবং মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব স্থান থেকে ট্রাক পণ্য বোঝাই করবে, সেই আড়তে সংশ্লিষ্ট চালকের ছবি ও তাঁর জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান খানসহ সব বিভাগের ডিআইজি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ......... ভাবতেছি ঈদের পরপরই চায়না যাইয়া একটা সিস্টেম কইরা আসমু, রথ দেখাও হইবো, লগে কলাও বেচা হইবো আপনেরা একটু সাহস দিয়েন আমারে আমি আপনাগো সকলের দোয়াপ্রার্থী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.