আমাদের কথা খুঁজে নিন

   

শৈত্যপ্রবাহে ছয়জনের মৃত্যু হাসপাতালে অর্ধশতাধিক

লালমনিরহাট ও নীলফামারীর সৈয়দপুরে শীত ও শীতজনিত রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বগুড়া ও সৈয়দপুরে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ শিশু। এদিকে তীব্র শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধিদের পাঠানো খবর_

লালমনিরহাট : শীতজনিত রোগে নীলফামারীতে গত দুই দিনে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে গতকাল সদর উপজেলার তিস্তারচর বারডোগড়া গ্রামের শিশু আকলিমা (৭ মাস) ও কালিগঞ্জের দোলাপাড়ার জুয়েলের (৩) মৃত্যু হয়।

এর আগে মারা যায় আদিতমারীর কলাগুছি গ্রামের রশিদ (৫) ও একই গ্রামের সুলতান (৬৭)। সৈয়দপুর : শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সৈয়দপুরে গতকাল দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন শহরের বাঁশবাড়ি এলাকার বাতুলন বিবি (৬৫) ও বাঙ্গালীপুর এলাকার আবদার রহমান (৬৭)। এ ছাড়া নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ শিশু। বগুড়া : শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বগুড়ায় বাড়ছে শিশুদের নানা রোগ।

হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও শীতজনিত রোগীর সংখ্যা। বগুড়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল বগুড়ায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন। পঞ্চগড় : শীত ও ঘন কুয়াশায় গত তিন দিন ধরে পঞ্চগড়ে দেখা যায়নি সূর্যের মুখ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘর থেকে কেউ বের হচ্ছে না।

যানবাহন দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।