আমাদের কথা খুঁজে নিন

   

বছরের শেষ পিকনিক (বেফুক খানাপিনা হইসে)

Imagine no possessions,I wonder if you can .No need for greed or hunger.A brotherhood of man.Imagine all the people sharing all the world মাথায় খালি গুতাইতেসিল কেমনে বছরের শেষ দিনটা কাটামু। খানাপিনা ছাড়া মামা সব ফাকা। অবশেষে তাই টিক করে ফেল্লাম,রান্নাবান্না জানে না,এমন কয়েকটা বেক্কল বন্ধুবান্ধবের হাতে রান্নার ভার ছাইরা দিয়া সাইডে খারাইয়া মজা দেখনের মত জোস আর কিছুই নাইক্কা। জাহ,পাক্কা। সব আয়োজন লইয়া ঝাপাইয়া পরলাম।

শুরুতেই বেক্কলডি দিল গোলমাল লাগাইয়া। কইসিলাম ৯ টায় আইতে। ১০ টায় ফোন দিয়া একজনরে জিগাইলাম কিরে কই তুই?সে কয় দাত মাজি!!!!রয়েল বেঙ্গল টাইগারের মতন হুংকার দিলাম,এক্ষুনি দাত থুইয়া দৌড় লাগা। ঠেইলা গুতাইয়া একেকজনরে হাজির করলাম। সবাই মিলে কপাকপি করলাম।

না না,নিজেরা নিজেগরে না। ইনগ্রেডিয়ানস গুলান কপাইলাম। ছুলায় পাতিল বসাইতে গিয়া দেখি আমগরে বেক্কল বানাইয়া কোন ফাকে যেন গ্যাস ফুরুত !গেসেগা!পাতিলা মাথায় নিয়া ঘুরলাম কতক্ষন। গ্যাস বেটারে ফুছ ফুছ কইরা এক্তুখানি আইতে দেইখা বিরবিক্রমে ঝাপাইয়া পইরা পাতিলা বশাইয়া দিলাম চুলার উপরে। পারলে নিজের হাত পা ভইরা দিয়া চুলার আগুন বারাইয়া দি।

কপাল মন্দ, গ্যাস বেটা আমগরেই আইজকা এমন 'লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প" দেখাইল!!!এই গ্যাস নিয়া কি র রানমু?মেলা কিছু রানবার খায়েশ আসিল। কি র করমু! জিব রে কইলাম,"বাপ তুই লাফাইস না,আইজকা তর কপাল মন্দ"। খিছুরি রানলাম মেলা কষ্টে,গেসেগা গ্যাস একদম। বুয়ার হাত পা ধইরা ২ পদের ভরতা বানাইলাম। "নিভে জাই,নিভে জাই" হুমকি দিতে থাকা গ্যাস এ আণ্ডা সিদ্ধ বশায়া দিলাম।

দেন অইটারে ভুনা করলাম। নাই রে,পেট আর নাইরে লগে। ধুমাধুম খাইতে বইসা গেলাম। সবাই এমন রাক্ষশের মত গিলতাসিল,দেইখা মনে হইল চরাঞ্ছলের দুর্ভিক্ষ পিড়িত মানুশগুলা ম্যালা দিন পর রিলিফের মাল পাইল!! খাওয়াদাওয়ার ঠেলায় র বেশি লোভ লাগাইন্না ফটুক তুল্বার পারলাম না। যেই খিদা লাগসিল,খাইতে কেমন হইসে,এই বেপারে জিগাইয়া কোন এ্যান্স পাওয়ার কোনোই সম্ভাবনা নাই।

অমৃত রে..। .। .। .। .।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.