আমাদের কথা খুঁজে নিন

   

নৈঃশব্দ্যের শব্দ



নৈঃশব্দ্যের শব্দ
- যাযাবর জীবন

বীজ থেকে কুঁড়ি
কুঁড়ি থেকে গাছ
সময় গড়ায়
গাছ বড় হয়
কেও জানে না
বড্ড নিঃশব্দে;
সময় গড়ায়
ঝড় ঝঞ্ঝায়
কিংবা কুঠার আঘাত
ভেঙ্গে পড়ে গাছ
চারিদিক জানান দিয়ে
ভাঙনের শব্দে।

গড়ে ওঠে চারিদিক
বেড়ে ওঠে চারিপাশ
খুব নিঃশব্দে,
ভেঙ্গে পড়ে চারিদিক
জানান দিয়ে চারিপাশ
কানে তালা শব্দে।

নৈঃশব্দ্যের শব্দ
কান পেতে শোনে ক জনা!
নৈঃশব্দ্যের শব্দ
মন দিয়ে বোঝে ক জনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।