আমাদের কথা খুঁজে নিন

   

স্পিকার শিরীন শারমিনই থাকছেন, ডেপুটি ফজলে রাব্বী

মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে তাদের দুজনের মনোনয়ন চূড়ান্ত হয়।  

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্যের ভোট দেয়ার সুযোগ না থাকায় এই দুজনের নির্বাচিত হওয়ায় কোনো বাধা নেই।

বিএনপিবিহীন দশম সংসদের প্রথম অধিবেশন বুধবার বিকালে শুরু হচ্ছে, আর  অধিবেশনের প্রথম কাজই হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন।

বিদায়ী স্পিকার হিসেবে শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার পর ওই আসনে তিনিই থেকে যাবেন।

তবে ডেপুটি স্পিকার পদে নতুন আসছেন ফজলে রাব্বী মিয়া। প্রবীণ এই সংসদ সদস্য গাইবান্ধা থেকে বেশ কয়েকবার সংসদে প্রতিনিধিত্ব করেন। নবম সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।

শওকত আলীর স্থলাভিষিক্ত হতে যাওয়া ৬৭ বছর বয়সী ফজলে রাব্বী পেশায় আইনজীবী। তিনি মাঝে জাতীয় পার্টিতে যোগ দিলেও পরে আওয়ামী লীগে ফিরে আসেন।

নবম সংসদের শেষ দিকে গত বছর জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে শূন্য হয় স্পিকারের আসন, তার অপ্রত্যাশিতভাবেই সেই স্থানে আসেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন শারমিন।

প্রথমবারের মতো আইনসভায় এসে চার বছরের অভিজ্ঞতাকে পুঁজি করেই সংসদ প্রধানের পদে বসেন ৪৭ বছর বয়সী শিরীন শারমিন। আর এই পদে তিনি প্রথম নারী।

সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে স্পিকার নির্বাচিত হওয়া শিরীন শারমিনের এবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়া বেশ ঘটনাবহুল।

গত ৫ জানুয়ারির নির্বাচনে পৈত্রিক এলাকা নোয়াখালীর চাটখিল আসনে সরাসরি অংশ নিতে চাইলেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি।

এরপর সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদে যেতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি।

এর মধ্যেই দুটি আসনে বিজয়ী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি ছেড়ে দিয়ে সেখানে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করেন শিরীন শারমিনকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.