আমাদের কথা খুঁজে নিন

   

মুদ্রা ইতিহাসের সাক্ষী: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুদ্রা শুধু অর্থনীতির উপাদান বা বিনিময় মাধ্যম নয়, এটা ইতিহাসের সাক্ষী হিসেবে গুরুত্ব বহন করে। একই সঙ্গে টাকা জাদুঘর গবেষণার জন্য অনন্য উপাদান হিসেবে কাজ করবে। গতকাল শনিবার সকাল ১০টায় মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে 'টাকা জাদুঘর' উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ড. শিরীন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় কারেন্সি জাদুঘর হয়েছে, বাংলাদেশ ব্যাংকও এ গৌরবে অংশীদারী হলো। বাংলাদেশ ব্যাংক ও জাদুঘরের সঙ্গে সম্পৃক্তদের আমরা জাতি হিসেবে অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গভর্নর আতিউর রহমান, টাকা জাদুঘর বাস্তবায়ন কমিটির সভাপতি শিল্পী হাশেম খান, বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সভাপতি অমলেন্দ সাহা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার প্রমুখ। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।