আমাদের কথা খুঁজে নিন

   

ঘণ্টাতেই অনুদান আড়াই লাখ ডলার

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হেডসেটটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভেগান্ট হেডসেট নির্মাণে ফান্ডরেইজিংয়ের সময় আর্থিক লক্ষ্য নির্ধারণ করেছিল দুই লাখ ৫০ হাজার ডলার। তবে তাদের অবাক করে দিয়ে এ পর্যন্ত মোট অর্থ সংগৃহিত হয়েছে চার লাখ ২৫ হাজার ডলার।
কিকস্টার্টারে অ্যাভেগান্টের প্রধান নির্বাহী এড টাং এক ভিডিও ক্লিপের মাধ্যমে জানান, হেডসেটটির ডিজাইনের কাজ সম্পন্ন করতে এবং উৎপাদনের খরচ কমানোর উপায় বের করে এটিকে সহজলভ্য করতে অর্থের প্রয়োজন। গ্লিফে স্ক্রিনের বদলে একটি সরু প্রতিফলক ব্যান্ডে বিশ লাখ ক্ষুদ্রাকৃতির আয়না ব্যবহার করা হবে।



প্রধানত ফিল্ম, টিভি এবং ভিডিও গেইমের জন্য তৈরি করা হচ্ছে হেডসেটটিকে।

তবে স্ক্রিনে মৃদু টোকার মাধ্যমে মোড পাল্টে সাধারণ হেডসেটের মতো অডিও শোনার কাজেও ব্যবহার করা যাবে এমন দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাগান্টের দাবি সাধারণ পর্দায় পিক্সেলের সমন্বয়ে গড়ে ওঠা ছবির চেয়ে গ্লিফের প্রতিফলক ব্যান্ডের আয়নার সহায়তায় আরও স্পষ্ট ছবি সৃষ্টি করা যাবে।
তবে এ ধরনের হেডসেট প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষক পল ও’ডোনোভান জানিয়েছেন, তার মনে হয় না মানুষ পণ্যটি প্রকাশ্যে পরিধান করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। গেইমার বা বিশেষ বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হতে পারে এটি। অথবা সঙ্গীকে বিরক্ত না করে হয়তো বিছানায় শুয়ে সিনেমা দেখার জন্য ব্যবহার করা হতে পারে হেডসেটটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.