আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলের ব্যালেন্স শূণ্য, তাই ব্লগের শরণাপন্ন হইলাম

আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার আমার রুমের এক বন্ধুকে বললাম ভাই আমাকে ২০টা টাকা ধার দে, শালা ২০টা টাকাও ধার দিল না! শালা আমি ফুকিন্নি না কী? শালা তুর ২০টা দিতে হ্য়তো ২/৩ দিন দেরি হ্য়তো, তুর টাকা কি সারা জীবনের জন্য মেরে দিতাম নাকি? শালা ছোটলোক। ভাই পকেটে একটা টাকাও নাই, তাই কাউকে মোবাইলে এসএমএস করার ক্ষমতা নাই। এজন্য সবাইকে ফ্রি ভাবে ব্লগের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভাই ফ্রি হইলেও সবাই একটু গ্রহণ কইরেন। একটু বেক এসএমএস কইরেন। নতুন বছরকে পকেট শূণ্য নিয়ে স্বাগত না জানিয়ে এখনই শুয়ে পড়লাম। বলা তো যায় না ওনি যদি আবার মাইন করে। সবাই হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফেজ আগামী বছর দেখা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।