আমাদের কথা খুঁজে নিন

   

শীতে ঝলমলে ত্বক

ফেইশল মাস্ক নিয়ে পরামর্শ দিয়েছেন নভীনস অ্যারোমা থেরাপি সেন্টারের কর্ণধার আমেনা হক।

চিনি ও জলপাই তেলের (অলিভ অয়েল) ফেইশল মাস্ক

সব ধরনের ফেইশল মাস্কের মধ্যে এই মাস্কটি সবচাইতে সহজ। কারণ এর উপাদান অনেক সহজলভ্য। আর তৈরি করাও সহজ। অপরদিকে এর কার্যকারিতা অনেক বেশি।

অলিভ অয়েল ত্বক কোমল করে ও চিনি ত্বকের উপরিভাগের মরা কোষ দূর করে।

পদ্ধতি : এই মাস্ক তৈরি করতে লাগবে চিনি ও অলিভ অয়েল। ২ চা-চামচ চিনি ও ২ চা-চামচ অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। যোগ করতে পারেন কয়েক ফোঁটা লেবুর রস। এটা ছোপ ছোপ দাগ দূর করতে সহায়তা করবে।

এই মিশ্রণ হাতের তালুতে নিয়ে মুখের ত্বকে হালকাভাবে ঘষে লাগান। ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ বার করুন। ত্বকের উজ্জ্বলভাবের পরিবর্তন নিজেই দেখতে পাবেন।

ওটমিল ও মধুর ফেইশল মাস্ক

ওটমিল সম্পর্কে অনেকেরই ধারণা আছে।

ওজন কমানোতে ওটমিলের জুড়ি নেই। তবে অনেকেই হয়তো জানি না, ওটমিল ত্বকের জন্যেও উপকারী। এটি একটি প্রাকৃতিক স্ক্রাবার। ওটমিলের সংঙ্গ মধু মিশিয়ে মাস্ক তৈরি করে ব্যবহার করা যায়। ওটমিল ত্বকের উপরিভাগ স্ক্রাব করে উজ্জ্বল করে।

আর মধুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করে কমনীয়তা বজায় রাখে।

পদ্ধতি : এই ফেইশল মাস্ক তৈরির জন্য লাগবে ১ কাপ ওটমিল, ১ চা-চামচ দই, ১টি ডিমের সাদা অংশ ও পরিমাণ মতো মধু। প্রথমে ব্লেন্ডারে ১ কাপ ওটমিল নিয়ে ব্লেন্ড করে মিহি গুঁড়া করে নিন। এরপর একটি পাত্রে মিহি ওটমিলের গুঁড়া, দই ও ডিমের সাদা অংশ নিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর এতে মধু মেশান।

মিশ্রণটি পেস্টের মতো হলে মধু মেশানো বন্ধ করুন। এখন এই পেস্ট মুখে মাস্কের মতো লাগান। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলুন। এভাবে সপ্তাহে ২ বার করলে ত্বকের রুক্ষভাব দূর হয়ে যাবে।

স্ট্রবেরি এবং দইয়ের ফেইশল মাস্ক

স্ট্রবেরি খেতে যতটা সুস্বাদু ততোটাই উপকারী।

প্রাকৃতিকভাবেই এই ফল ত্বকের কোমলতার জন্য একটি অসাধারণ উপাদান। এর বাইরের অংশের ছোট ছোট বীজ খুব ভালো এক ধরনের স্ক্রাবার। অন্যদিকে দই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সব সময়ের জন্যই উপকারী।

পদ্ধতি : এই মাস্ক তৈরি করতে লাগবে ২/৩টি স্ট্রবেরি ও ২ চা-চামচ দই। প্রথমে একটি বাটিতে স্ট্রবেরি নিয়ে চামচ দিয়ে ভর্তা করুন।

এখন এর মধ্যে দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি আলতো ঘষে ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট মিশ্রণটি ত্বকে থাকতে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে একটি পাতলা তোয়ালে দিয়ে পানি মুছে ফেলুন। এই মাস্ক ত্বকে কোমলভাব আনে উজ্জ্বলতা বাড়ায়।

সেই সঙ্গে ত্বকে একটি মিষ্টি সুগন্ধও তৈরি করে।

ছবি : বাঁধন মাহমুদ


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।