আমাদের কথা খুঁজে নিন

   

Unmanned aerial vehicle - UAV (Drone) → Primary Knowledge

হারতে শিখিনি কোনদিন । হারবও না ।

ড্রোন (Drone) বিমান হল Unmanned aerial vehicle (UAV) বা মনুষ্যবিহীন আকাশযান প্রযুক্তি । যার শাব্দিক অর্থ গুন্জন । চলার সময় এটি মৌমাছির মত গুন গুন শব্দ করে বলে এই নাম ।

1915-16 সালে উদ্ভাবন হওয়া পাইলট ও মনুষ্যবিহীন বৈশিষ্ঠের ড্রোন নামক আকাশযানটি সম্পূর্ন নিয়ন্ত্রন করা হয় মাটিতে বসে- কন্ট্রোলরুমে । এর চালক এবং ক্রু সবাই মাটিতে থাকেন ! ড্রোন বিমান বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহৃত হয় যেমনঃ- সামরিক, গবেষণা ইত্যাদি ।

বড় আকৃতির সামরিক ড্রোন বিমান (Looks Like Mega)
সামরিক কাজে ব্যাবহৃত ক্ষমতাশালী ড্রোনবিমান । যে ড্রোন বিমান পরাশক্তিগুলোর কাছে সামরিক শক্তির প্রতীক সেটা হল সামরিক ড্রোন বিমান । যার রয়েছে মনুষ্যবিহীন চলাচল ক্ষমতা,রাডারকে ফাকি দিয়ে যে কোন শত্রুদেশে কাজ করার ক্ষমতা, হাজার হাজার ফুট উপর থেকে নজরদারী করা , মিসাইল এর মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা, খুব দ্রুত চলার ক্ষমতা, নির্দিষ্ট স্থানের বেতার তরঙ্গে গোলযোগ সৃষ্টির ক্ষমতা ইত্যাদি ইত্যাদি ।



তবে কোন কোন সামরিক মেগা ড্রোনের আঘাত করার ক্ষমতা নাও থাকতে পারে । মানে সেটি কোন অস্ত্র বহন নাও করতে পারে । শত্রুদের নজরদারী করাই সেটা তৈরির মূল উদ্দেশ্য থাকে ।

এই সামরিক ড্রোন বিমানের স্টকচার অত্যন্ত গোপনীয়তার চাদরে ঢেকে রাখা হয় । যেমনঃ- আমেরিকার স্ক্যান ঈগল ও RQ-10, ইসরায়েলের হারপি, ইরানের Fotros , ইন্ডিয়ার রুস্তম ইত্যাদি ।



এক্ষেত্রে শুধু কার্যকরী ক্ষমতা ও বৈশিষ্ট্যের কথা প্রকাশ করা হয় । স্টকচার নয় । বৈশিষ্ঠ্যগুলোর উপর ভিত্তি করে আমেরিকার পর সামরিক ড্রোন বিমান তৈরীতে সক্ষম হয়েছে হাতে গোনা কয়েকটি দেশ । স্টকচার গোপন করার ফলে এটা খুব কঠিনতর ব্যাপারে পরিণত হয়ে গেলেও বৈশিষ্ঠ্যগুলোর প্রকাশনা ড্রোন বিমানের কাছাকাছি পৌছতে খুব সাহায্য করেছে ।


ক্যাপসন- একটি সামরিক ড্রোন বিমানের গ্রাফচিত্র ।

যাতে সেটার উপরিভাগ-অগ্রভাগ ও পার্শ্ব দেখানো হয়েছে ।


ছোট আকৃতির ড্রোন (Micro Drone)
ছোট আকৃতির ড্রোন বিমান । যেগুলো অনেকটা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আকাশে ভাসে- সেটা কয়েকশ ফুট হতে পারে বা তার চেয়ে বেশিও হতে পারে । আর সেটি ঘুরে ঘুরে ভিডিও ফুটেজ পাঠায় । বনজঙ্গলের প্রানী- দুর্ভেদ্যস্থানসহ বিভিন্ন গবেষনায় এগুলোর ব্যাবহার অত্যাধিক ।




ক্যাপসনঃ- একটি মাইক্রো ড্রোন । সম্ভবত ড্র্যাটড্রোন নামের এক কোম্পানি এটি গবেষনার জন্য বানিয়েছে ।

এগুলো সামরিক ক্ষেত্রে দুর্বল । কারন এটির ধোকা দেওয়ার ক্ষমতা নেই, প্রচন্ড গতি নেই - যার কারনে এটি শত্রুর হাতে পরাভূত হবে ।

এগুলোকে সামরিক ক্ষেত্রে ব্যাবহারের পরিকল্পনাও নেই ! কারন এর থেকে ভাল ও ভয়ংকর কিছু উদ্ভাবন হয়ে গেছে ।

এটি মাইক্রো ড্রোনেরও উন্নত সংস্করন । ড্রোন বিমানের ভবিষ্যৎ । আগামী দিনের আতংক ও ভয়ের বস্তু-সামরিক ক্ষেত্রে ব্যাবহারের অত্যাধিক উপযোগী ও শতভাগ কার্যকরী - ↓

ক্ষুদ্রাকৃতির ড্রোন (Nano Drone) ড্রোনের ভবিষ্যৎ
Nano Drone বা ক্ষুদ্রাকার আকৃতির ড্রোন । যার উপনাম স্পাই ড্রোন । মাইক্রো ড্রোন থেকে এটির পরিকল্পনা ও উদ্ভাবন ।

এতে মাইক্রোড্রোনের সীমাবদ্ধতা কাটিয়ে তোলা হয়েছে । মশা-মাছির মত ছোট করা হলেও কাজ হবে অসাধারন ও ভয়ংকর। এগুলো ডিজাইন করা হচ্ছে- মশা, কীটপতঙ্গ ও ছোট পাখির আকৃতিতে ।

ন্যানো ড্রোনের কাজ আপনাকে মুগ্ধ করবে । এর দ্বারা আপনি আপনার শত্রুকে খুব সহজেই খুজে পাবেন এবং তাকে মেরে ফেলতে পারবেন ।

এমনকি কি শত্রু দেশে প্রানঘাতি ভাইরাস বা জীবানু অস্ত্রের প্রয়োগ করতে পারবেন । তাদের গোপন সমরাস্ত্রের কথা জানতে পারবেন । আর এটি কেউ জানতেই পারবে না যে এগুলো ড্রোনের কাজ !

ন্যানো ড্রোন কি ভাবে কাজ করবে এটি নিয়ে লেখা পড়ার চেয়ে - এ নিয়ে একটি ভিডিও দেখা বেশি উত্তম। ভিডিওটিতে এটির কাজ খুব সুন্দর ভাবে অ্যানিমেশন করে দেখানো হয়েছে । যেটা দেখে যে কেউ সহজেই ন্যানো ড্রোনের কাজ বুঝতে পারবে ।



ভিডিও লিংক- http://www.youtube.com/watch?v=z78mgfKprdg


✏ ইচ্ছা করেই ইন্টারনেটে Drone নিয়ে অনেক ভূয়া তথ্য (Fake Information) দিয়ে থাকে বিভিন্ন দেশ। এর কারন- বুদ্ধিমানেরা ঠিকই বুঝতে পারছেন ।

✏ড্রোন নিয়ে লেখালেখি অব্যাহত রাখবো । আজ প্রাথমিক বিষয়াদি জানলেন আগামী লেখাগুলোতে আরও উচুস্তরের বিষয় এবং খুটিনাটি জানানো হবে ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।