আমাদের কথা খুঁজে নিন

   

এবার জেলা বাজেটে ৭ জেলা: অর্থমন্ত্রী

বুধবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, “সরকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণই আমাদের নতুন সরকারের ভবিষ্যত কর্মসূচির প্রধান লক্ষ্য। আর সে লক্ষ্যকে সামনে রেখেই আমরা  জাতীয় বাজেট বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছি। ”

চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলার জন্য বাজেট দেয়া হয়েছিল।

ফাইল ছবি

সে কথা মনে করিয়ে দিয়ে মুহিত বলেন, “আগামী বাজেটে সাতটি বিভাগীয় শহরের সাতটি জেলার জন্য বাজেট হবে।

জেলাগুলোই এ বাজেট বাস্তবায়ন করবে। এটা কীভাবে করা যায় সে চেষ্টাই এখন আমরা করছি। ”

জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাওয়ায় পরিবেশের ‘ভয়ঙ্কর ক্ষতি’ হচ্ছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এর ফলে জমির পরিমাণ কমে যাচ্ছে ও পানিসম্পদের ওপর চাপ বাড়ছে।

“আমরা বেশ সৌভাগ্যবান যে, গত পাঁচ বছরে বিশ্ব অর্থনীতির মন্দাবস্থার মধ্যেও আমাদের অর্থনীতি মোটামুটি ভাল ছিল।

এটা সম্ভব হয়েছে আমাদের জনগণের জন্য। ”

মুহিত বলেন, দেশের অর্থনীতির ৮০ শতাংশই হলো বেসরকারি খাতেরি অবদান।

“এই ৮০ শতাংশ যদি সাড়া না দেয়, তাহলে দেশের অর্থনীতি কোনো অবস্থাতেই ভাল থাকতে পারে না। ”

তবে সব খাতেই ‘হল-মার্ক, টল-মার্ক’- এর মতো ঘটনা ‘একটু-আধটু’ থাকে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।

মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে আইবিএফবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান খান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.