আমাদের কথা খুঁজে নিন

   

এবার স্বল্প খরচে ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপন

সম্প্রতি গবেষকরা দাবি করেছেন, প্রাথমিক পর্যায়ের স্ট্রেম সেল তৈরি করে ফেলেছে। এর ফলে আহত ব্যক্তিদের শরীরে নতুন অঙ্গ সহজে প্রতিস্থাপন করা যাবে। ফলে স্টেম সেল গবেষণার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।

বিজ্ঞানীদের দাবি, যাদের দেহের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব। এক গবেষণায় তারা এগুলো পেয়েছেন বলে দাবি করছেন। তারা দেখেছেন, খুব সহজ এবং সস্তা একটি উপায় তারা খুঁজে পেয়েছেন।

ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত মানব দেহের কোষ প্রতিস্থাপন বা অসুস্থ এবং আহত ব্যক্তিদের শরীরে নতুন অঙ্গ প্রতিস্থাপন সহজ হবে বলে গবেষণায় দেখেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, জাপানের রিকেন সেন্টার ফর ডেভেলপমেন্ট বাইলোজি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিগহাম অ্যান্ড ওমেনস হসপিটাল অ্যান্ড হাভার্ড মেডিকেল স্কুলে গবেষণা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.