আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক পেজ থেকে অপ্রয়োজনীয় অব্যবহারযোগ্য শব্দ ব্লক(Block Abusive Words)


আজকাল Facebook পেজ গুলিতে নানা ধরনের বাজে আলাপন চলে।
এমনকি আপনার সোস্যাল পেজটিতেও কমেন্টে মানুষ গালাগালি করতে পারে!
কিছু কিছু ব্যবহারকারী আছে যারা এইসব ব্যাপার গুলি খুব এঞ্জয় করে আর এতে আপনার Facebook পেজের রেপুটেশন (Reputation) নষ্ট হয়।
তারা আপনার খুবই দরকারী আর জনপ্রিয় Facebook পেজে স্প্যাম করতে পারে।
শখ করে যারা Facebook পেজ খুলেছেন বা ব্যবহার করছেন অথবা একটা পেজের অ্যাডমিন আছেন, তাহলে জেনে নিন কিভাবে অব্যবহারযোগ্য শব্দাবলী ব্লক করবেন।
একটা কথা জানিয়ে রাখি, এটা কোন ট্রিক না।

Facebook পেজ এর অ্যাডমিন প্যানেলে দেয়া কাস্টমাইজ অপশন থেকে এটা করা যায়।
কিন্তু অধিকাংশ ব্যবহারকারীরা এটা জানেন না।
প্রথমে আপনার Facebook পেজটিতে যান।
1. SCREENSHOT

এবার Edit Page ক্লিক করুন।
অতঃপর ড্রপডাউন মেনু হতে Edit Settings ক্লিক করুন।


সম্পূর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
2.SCREENSHOT

এখন Settings ট্যাবে যান এবং Page Moderation অপশন এর অপর দিকে Edit লিংকে ক্লিক করুন।
লোড হলে ইনপুট বক্সে যাবতীয় শব্দ যা আপনি ব্লক করতে চান তা কমা (,) দিয়ে দিয়ে লিখুন।
যেমন – S*X, BI*CH, F*CK, X*X ইত্যাদি।
অতঃপর Save Changes বাটনে ক্লিক করুন এবং বের হয়ে আসুন।


এখন চেষ্টা করে দেখুনতো সেই শব্দ কেউ পোস্টে বা কমেন্টে লিখতে পারেন কিনা!
     :-D  :-D  :-D

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.