আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ান ক্রিকেট ও বিসিসিআই ফ্যাক্টস (ক্রিকেট রঙ্গ)

চলি একা পথে, দিকের তোয়াক্কা না করা দিকভ্রান্ত পথিক হয়ে।


[প্রতিটি সিরিজ শেষে এই ছবিটি বাই ডিফল্ট ব্যবহার করার নির্দেশ দিয়েছে আইসিসি, মতান্তরে বিসিসিআই। ]

১) যেহেতু ভারত 'সারে যাঁহা সে আচ্ছা' সেহেতু অন্য কোথাও আর খেলতে যাবে না, তারা ক্রিকেটের পরী। ভারত ক্রিকেটের মাজার। অবশ্যই খেলতে হলে মাজারে আসতে হবে।



২) টস শেষে মুদ্রার যে পীঠ উঠবে, সেটিই কল করবেন ভারতীয় অধিনায়ক।

৩) সারা বিশ্বে যেখানেই খেলা হোক না কেন অবশ্যই নরম, কোমল, আদরমাখা ব্যাটিং পিচ বানাতে হবে, পীচে ঘাস বা বাউন্স থাকলে কিউরেটরস এর মৃত্যূদন্ড কার্যকর হবে।

৪) ভারতীয় ব্যাটসম্যানদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্পীনাররা বল টার্ন করাতে পারবেন না, টার্ন করালেও বোলিং এর আগে বলে দিতে হবে কোন দিক থেকে টার্ন করানো হবে। গুগলী বা দোসরা দেয়া নিষিদ্ধ। কথা অনুযায়ী টার্ন না করলে ক্রিকেট থেকে সে আজীবনের জন্য নিষিদ্ধ।



৫) যেহেতু ভারতীয় বোলাররা ঘন্টায় ১২০ কিলোমিটারের বেশী বল করতে পারেন না, সেহেতু বিশ্বের কোন বোলার ১২০ কি:মি: এর চেয়ে জোরে বল করতে পারবে না। জোরে বল করলে প্রাথমিকভাবে নো বল ডাকা হবে। এক ম্যাচে তিনটা জোরে বল করলে পরের ম্যাচে বহিঃস্কার।

৬) ভারতের ব্যাটিং এর সময়, ডাইভ দিয়ে ক্যাচিং-ফিল্ডিং করা গর্হিত অপরাধ হিসেবে বিবেচিত হবে। বল ফিল্ডারের দিকে না আসা স্বত্বেও দৌড়ে গিয়ে বল রোধ করার শাস্তি ম্যাচ ফি'র ৫০% জরিমানা।



৭) ভারতের ব্যাটিং এর সময় প্রতি প্রান্তে একটি করে ও পতিপক্ষের ব্যাটিং এর সময় ছয়টি করে স্ট্যাম্প থাকতে হবে।

৮) ভারত বোলাররা বল করলে, বিপক্ষ দলের ব্যাটসম্যানের শরীরে যেখানেই লাগুক না কেন সে আউট, বল ছেড়ে দিলে বেয়াদবীর কারনে আউট, বলে ঠ্যাক দিলে ঠ্যাক দেবার অপরাধে আউট, চার মারলে মারার অপরাধে আউট, ছক্কা মারলে উড়িয়ে মারার অপরাধে আউট, বোল্ড হলে একসাথে দুই উইকেটের পতন ঘটবে, ক্যাচ হলে পরের ম্যাচ আর খেলতে পারবে না।

৯) আম্পায়ার খেলা পরিচালনার দায়িত্ব থাকবেন না, খেলার সার্বিক পরিচালনা করবে ভারতীয় ক্রিকেটাররা। আম্পায়াররা থাকবেন কেবল ভারতীয় ক্রিকেটারদের সাথে কোন অন্যায় হচ্ছে কিনা দেখতে।

১০) আইসিসির র‍্যাংকিং হিসাব করা হবে ২ নম্বর থেকে, কারন ভারত সারা জীবন ১ নম্বর থাকবে।


১১) এতো কিছুর পরেও যদি দুর্ঘটনাবশত কোন দল ভারতের বিপক্ষে জিতে যাবার চেষ্টা করে, তবে সে দলের টেষ্ট স্ট্যাটাস কেড়ে নেয়া হবে।

১৪) দ্বিতীয়বারেও যদি সেই দল জেতার চেষ্টা করে তবে ভারত অভিমান করে সে দেশে আর কখনই যাবে না।

১৫) পৃথিবীর সব ঘাস কেটে ফেলতে হবে, ঘাস খুব খারাপ, ঘাসে বাউন্স করে, বাউন্স করলে ভারতীয় ব্যাটসম্যানরা শুধু আউট হয়ে যায়।

১৬) ভারতীয় স্পিনারদের বল টার্ন না করলেও টার্ন করবে ধরে খেলতে হবে। নইলে জরিমানা।



১৭)কোন ভারতীয় বোলার যদি বাউন্স দিতে চায়, বাউন্স না হওয়া পর্যন্ত সে বল চলতে থাকবে। বাউন্স হওয়ার আগ পর্যন্ত যতবল হবে সেগুলোকে ডেড বল হিসাবে ধরে নিতে হবে।

১৮) ভারত ব্যাটিং করার সময় যে দুজন আম্পায়ার থাকবে তাদের তর্জনী থাকবে না। অপরদিকে ভারত বোলিং করার সময় আম্পায়ের অন্য কোন আঙ্গুল থাকবে না, কেবল তর্জনী থাকবে। এ সময় তর্জনী উঁচিয়ে ধরা ছাড়া আম্পায়েরর হাত নাড়াচাড়াসহ বাকি কাজ নিষিদ্ধ।



১৯) টেষ্টম্যাচে অন্য সব দল সাদা জামায় খেলবে, ভারতীয়রা ইচ্ছামত যে কোন জামা পরতে পারবে। কারণ সাদা জামায় গ্ল্যামার কম বুঝা যায়।

২০)টিভি ক্যামেরায় বেশীরভাগ সময় অবশ্যই ভারতীয় ক্রিকেটারদের দেখাতে হবে। কোন ক্রিকেটারকে ঘামে দেখতে খারাপ লাগলে ফটোশপ দিয়ে এডিট করে সুন্দরী করে দেখাতে হবে। নইলে টিভি চ্যানেল নিষিদ্ধ।




 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.