আমাদের কথা খুঁজে নিন

   

তুই আমার পাগলামী, তুই-ই স্বান্তনা



দুপুরের কড়া রোদ তুই আমার-
তুই শান্ত রাত,
আমি মরতে পারি শান্তিতে-
হাতে রেখে তোর হাত।

তুই হাসলেই দিন-টা শুরু হয়-
তুই কষ্ট পেলেই রাত,
তোকে হাসাতে খুন হতে পারি-
ভুলে যাই আমার জাত।

আকাশের যত তারা-
সব আমার সাথে নাচে,
দিনের বেলায় স্বপ্ন দেখায়-
এ কী আশায় বাঁচে !

তুই আবদ্ধ শিকল-
তুই ঝিনুকের ভিতরের হীরে,
মন যে চায় হৃদপিন্ড-টা দিতে-
তোর হাতে ছিড়েঁ।

তোর বাণ থেকে ছোড়া তীর-
আমার গায়ে এসে বিধেঁ,
হাসতে হাসতে লুটিয়ে পড়ি মাটিতে-
হতে পারি না আর সিধে।

আকাশের মেঘগুলা সরে যাচ্ছে আজ-
বৃষ্টি হবে না আর,
তোকে পেলেই ভোর হয়ে যাবে-
রাত হবে না আর।

তোর নাম লিখেছি আজ-
দিয়ে মনের কলম,
সেটা তাবিজ বানিয়ে ঘুরব আমি-
লাগবে না আর মলম।

তুই আমার ভালবাসা, তুই যন্ত্রনা-
এভাবেই আছি আমি, খুব বেশী মন্দ না।
তোর আগুনেই সূর্য-টা জ্বলে, তোর ভাল-বাসায় রাত-
তুই আমার পাগলামী, তুই-ই স্বান্তনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।