আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ভুয়া আইডি চেনাবে অ্যাপ

বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ সাইট বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে চাহিদা দিন দিন বেড়েই চলছে। সে সঙ্গে বাড়ছে এর অপব্যবহার। কিন্তু পরিচয় লুকিয়ে বা ভুল পরিচয় দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধু পাতানোর দিন শেষ হতে চলেছে। কারণ ইসরাইলের এক সংস্থা এমন একটি অ্যাপলিকেশন তৈরি করেছে, যা ফেসবুকে জাল অ্যাকাউন্ট খুঁজে বের করতে সাহায্য করবে।

ফেকঅফ নামে এই অ্যাপ সম্পর্কে দাবি করা হয়েছে, ব্যবহারকারীরা যাদের নতুন অনলাইন বন্ধু মনে করার ভুল করে, তাদের সেই জাল প্রোফাইল সম্পর্কে সতর্ক করে ফেকঅফ।

কীভাবে চেক করবেন ফেসবুকে সার্চবারে fakeoff টাইপ করলেই অ্যাপসের ক্যাটাগরিতে সেটি দেখতে পাবেন। এতে ক্লিক করুন। এরপর এর ডানদিকে Go to App-এ ক্লিক করুন। এরপর যে পেজ খুলবে, সেখানে Connect with Facebook-এ ক্লিক করুন। এরপর কিছুক্ষণ এটি আপনার কনট্যাক্ট লিস্ট চেক করবে।

এরপর আপনি নিজের ফ্রেন্ডস লিস্ট দেখতে পাবেন। প্রত্যেকটি বন্ধুর ছবির নিচে Let’s Check him/her এবং I know He/She is real! নামে দুটি অপশন দেখতে পাবেন।

যাদের আপনি ভালোভাবে চেনেন বা জানেন, সে ক্ষেত্রে I know He/She is real!-এ ক্লিক করুন। তারা আপনার পজিটিভ লিস্টে শামিল হয়ে যাবেন। এবার যাদের সম্পর্কে আপনি জানতে চান, তাদের ক্ষেত্রে Let’s Check him/her-এ ক্লিক করুন।

তারপর আর একটি পেজ খুলবে। সেখানে Start Basic Investigation-এ ক্লিক করুন। একটি উইন্ডো খুলবে, সেটিকে Ok করুন। এরপর আপনাকে কয়েকটি প্রশ্ন করা হবে। তার উত্তর দিয়ে সাবমিট করলে ১ থেকে ১০ নম্বরের মধ্যে বেসিক রেজাল্ট পাবেন।

১-২ নম্বর পেলে Be alert, ৩-৪-এ Be cautious, ৫-৬ নম্বর পেলে Looks normal,, ৭ নম্বর পেলে এড়ড়ফ এবং ৭-এর বেশি নম্বর পেলে Very good!

আরও গভীরে গিয়ে তদন্ত করতে চাইলে এই অ্যাপের প্রফেশনাল ভার্সনে চেক করতে পারেন। প্রফেশনাল এঙ্প্রেস ১৪ দিনের জন্য ফ্রি।

ফেকঅফ-কে ডেভেলপ করেছেন এলিরেন শাচার। তিনি বলেন যে, সন্দেহজনক বন্ধুদের খুঁজে বের করার জন্য ফেকঅফ অ্যাডভান্সড অ্যাল্গোরিদম ব্যবহার করে। তারপর ১-১০-এর স্কেলে ওই প্রোফাইলের পরিমাপ করে।

এটি সন্দেহজনক প্রোফাইলের পুরো বছরের টাইমলাইন অ্যাক্টিভিটিও স্ক্যান করে। শাচর বলেন, সম্প্রতি পরিসংখ্যানে জানা গেছে, ফেসবুকে উপস্থিত মোট ইউজারদের মধ্যে ১০ শতাংশ জাল। এ ছাড়া অনেকে ভুল পরিচয়ে ফেসবুকে লগ ইন করেন। এই প্রোফাইলগুলোর থাকলে আইডেন্টিটি থেফ্ট, পর্নোগ্রাফি থেকে শুরু করে ব্যক্তিগত তথ্যের ভুল ব্যবহারের আশঙ্কা বজায় থাকে। তাই সতর্ক হওয়া জরুরি।

আশার কথা হলো ফেসবুকের ফেক বা ভুয়া আইডির দিন শেষ হয়ে আসছে। * ইনফোটেক ডেস্ক

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.