আমাদের কথা খুঁজে নিন

   

জ্যাকেটটা খুলতে গিয়ে হঠাৎ

প্রকীর্ণ করি অর্ণে আলোক বিসর্গী বীথিকায়

জ্যাকেটটা খুলতে গিয়ে হঠাৎ ভাজা চড়ুই পাখির গন্ধ পেলাম, একটু খরখরে, কিন্তু লোভ জাগানোর মত গন্ধ, স্মৃতি জাগানোর মতও কিছুটা। যখন প্রথমবার এ গন্ধ পেয়েছিলাম, খুব ছোট আমি- হাতের গুলতি তখনও নামাইনি মাটিতে, মুঠো করে ধরে আছি। আমার মা চড়ুইটাকে; আমার কিঞ্চিৎ সাহায্য নিয়ে; জবাই করে তেলে নুনে এক করে কড়াইয়ে চড়িয়ে দিয়েছেন। ঘ্রাণ আসতে শুরু করেছে। আমার মনে তখনও হত্যাকারী-ভাব জেগে ওঠেনি।

তখনও মনকে অপরাধী করতে শিখিনি।
ছোট্ট চড়ুইয়ের গায়ে বলতে গেলে কোন মাংসই ছিল না, কিন্তু আমি সেটা লটপট করে খেয়েছি, আমার মায়ের হাসিমুখের সামনে। তাকেও সেধেছিলাম, তিনি খাবেন না একবার বলতেই চুপ গিয়েছিলাম, আর সাধিনি।
চড়ুইটা ছিল পাশের বাসার বড়ই গাছের ডালে, আমি উঠেছিলাম আমাদের টিনের চালে। পকেটে মাটি শুকিয়ে বানানো গুল্লি, মহামূল্যবান, হাতে পেয়ারা গাছের ভি-আকৃতির ডাল ভেঙে ঘষে মসৃণ করে বানানো গুলতি, যার দু মাথায় রিকশাস্ট্যান্ড থেকে পাওয়া রাবারের সরু রগ, মধ্যে লাল টায়ারের টুকরো।

বেশ অস্ত্র!
আমার শিকারীমন ছিল না, আমি তৈয়বকে দেখে প্রভাবিত হয়েছিলাম। শৈশব প্রভাবিত হওয়ার খুব উপযুক্তরকম মন্দ সময়।
আমি একজোড়া চড়ুই দেখে ‘এম’ করেছিলাম, তখনও জানতাম না ‘এম’ এসেছে ইংরেজি ‘এইম’ থেকে, এতোটাই মুখ্যু। ছেলেপিলের মুখে মুখে শুনে বলা শব্দ ছিল ওটা, যেমন আরও ছিল- কলমের কালি হায়দার আলি, আল্লার দান টিপু সুলতান!
কষে টেনে ধরে মাটির গুল্লি ছোড়ার পর একজোড়া চড়ুইয়ের একটি, সম্ভবত নারীটি পড়ে গেলো- এটা আমার অনুমান।
সেই কবে চালানো হত্যাযজ্ঞের জন্যে আমার মন আজ অপরাধী হয়ে উঠলো হঠাৎ।

তখন, সন্ধ্যায় জ্যাকেট খুলে চেয়ারে রাখছিলাম, বাহির থেকে আসার পর; শীতটা বোধয় চলেই যাচ্ছে।
শীত এগিয়ে আসছে- প্রেমিকাকে, আমাদের জীবনডালে একসঙ্গে বসে থাকা নারীটিকে, বলছিলাম এই সেদিন মাত্র। এখন বলতে হচ্ছে- শীত চলে যাচ্ছে, বসন্ত এগিয়ে আসছে। কত দ্রুত চলছে সময়!
যে যাকে ভালোবাসে তার তাকে হারানোর ভয়। আমার প্রেমিকাকে যখন বলেছি, চড়ুইটি নারী ছিল, দ্বিমত সে, তার ধারণা, পুরুষটি ঝরে গেছে, নারীটি কেঁদে কেঁদে গেছে আরও অনেকদিন, গাছের মাথায় ঘুরে ঘুরে।


হুম, আরেক চড়ুই গাছটাকে ঘিরে ঘিরে ঘুরেছিল উড়ে উড়ে অনেক অনেকদিন, আবছা মনে পড়ে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.