আমাদের কথা খুঁজে নিন

   

নেট ব্যাঙ্কিং প্রতারণার শিকার ভিভিএস লক্ষ্মণ

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ ভয়াবহ নেট ব্যাঙ্কিং প্রতারণার শিকার হলেন। গতকাল শুক্রবার হায়দরাবাদের সাইবারাবাদে তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন।  

অভিযোগে লক্ষ্মণ জানান, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে কে বা কারা দশ লক্ষ রুপি তুলে নিয়েছে। অভিযোগ দায়ের করার পর সক্রিয় হয়ে উঠেছেন সাইবারাবাদের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। ওই রুপি কোথায় ট্রান্সফার করা হয়েছে তার হদিশ পাওয়ার জন্য খবর পাঠানো হয়েছে দেশের সব বড় শহরে এবং আর্থিক দুর্নীতি ও জালিয়াতি দমন শাখাগুলিতে।

তারপরই ধরা পড়েন আন্তঃরাজ্য নেট ব্যাঙ্কিং প্রতারণা চক্রের এক সদস্য।

জানা যায়, একই দিন কলকাতার সল্টলেকের কোয়ালিটি মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় হঠাৎই দশ লক্ষ রুপি জমা পড়ে। মালদহ জেলার কালিয়াচক থেকে আসা এক তরুণ কাউন্টারে গিয়ে সেল্ফ চেকে ওই রুপি তুলতে চায়। তরুণের দাবি, অ্যাকাউন্টটি তার। সই মেলানোর পরও সন্দেহ হয় কাউন্টারে বসা ব্যাঙ্ককর্মীর।

ব্যাঙ্কের ম্যানেজার ও কয়েকজন কর্মী দেখেন, বহু মাস ধরে নির্জীব হয়ে থাকা অ্যাকাউন্টটিতে হঠাৎ করে দশ লক্ষ রুপি জমে পড়েছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। জমা পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রুপি তুলতে হাজির অ্যাকাউন্টের মালিক।

ব্যাংক থেকে বিধাননগর থানায় খবর দিলে পুলিশ আজিজুল শেখ নামের তরুণটিকে জেরা করে। এতে জানা যায়, তরুণটি আন্তঃরাজ্য নেট ব্যাঙ্কিং প্রতারণা চক্রের সদস্য। ওই দশ লক্ষ রুপি বিশিষ্ট ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের অ্যাকাউন্ট হ্যাক করেই চুরি করা হয়েছিল।

অবশ্য ভিভিএস লক্ষ্মণ এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।