আমাদের কথা খুঁজে নিন

   

এবার সোশ্যাল মিডিয়ায় শচীনকে নিয়ে তথ্যচিত্র

সবধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন তিনি। তাকে বলা হয় মাস্টার ব্লাস্টার। সেই শচীন তেন্ডুলকারকে নিয়ে নির্মিত হলো তথ্যচিত্র 'লাস্ট গুডবাই টু ২২ ইয়ার্ডস'। এটি নির্মাণ করেছেন ক্রীড়া সাংবাদিক জসবিন্দর সিধু।

৩৮ মিনিটের এই তথ্যচিত্রে রয়েছে শচীনের বিদায়ী টেস্ট সিরিজের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত। আরও রয়েছে হরিয়ানায় মুম্বাইয়ের হয়ে শেষ রঞ্জি ম্যাচের বিভিন্ন দৃশ্য ও ঘটনা।  সিধু বলেন, এটি বানানোর অভিজ্ঞতা দারুণ। ৩ বছরের ছোট্ট মেয়ে থেকে ৬৪ বছরের অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী প্রত্যেকেই এই তথ্যচিত্র দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আজ শনিবার থেকেই তথ্যচিত্রটি দেখা যাবে ইউটিউব, ফেসবুক এবং টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.