আমাদের কথা খুঁজে নিন

   

যৌন উত্তেজক নকল পানীয় ও সরঞ্জামসহ আটক ২

যৌন উত্তেজক নকল কোমল পানীয় এবং পানীয় তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুকসেদপুর গ্রামের আজিজুল হক ও শোলাকিয়া এলাকার সাদেক মিয়া।

পুলিশ জানায়, সদর উপজেলার পুলিশ লাইনস সংলগ্ন মুকসেদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭৪টি কার্টনের ভিতর ৫০০ বোতল নকল কোমল পানীয় ও পানীয় তৈরির সরঞ্জামসহ আজিজ এবং সাদেককে আটক করা হয়েছে। তারা দুজন এসব পানীয় কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম নিয়ে যাচ্ছিল। এসব পানীয়র ল্যাবেলে লেখা রয়েছে- বস নং ১ পাওয়ার। এগুলো যৌন উত্তেজক নকল কোমল পানীয় বলে জানিয়েছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।