আমাদের কথা খুঁজে নিন

   

গর্জিয়াস লিটল গ্লোব

প্রদর্শনীতে স্থান পেয়েছে ল্যাপল্যান্ড, লাতিন আমেরিকা ও হিমালয়ের প্রকৃতি, জীবন ও অভিযানের ৬০টি আলোকচিত্র।

দুবারের এভারেস্টজয়ী এমএ মোহিত একাধারে প্রকৃতিপ্রেমী এবং আলোকচিত্রশিল্পী। তিনি আলোকচিত্রশিল্প নিয়ে চর্চা করছেন ১৯৯৭ সাল থেকে। হিমালয় ও বাংলাদেশের পর্বত অঞ্চলের জীবন ও অভিযাত্রা নিয়ে এ পর্যন্ত ৬টি একক ও ৩টি দলীয় আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। তার তোলা হিমালয়ের জীবন, প্রকৃতি ও অভিযাত্রার ছবি জায়গা করে নিয়েছে এই প্রদর্শনীতে।

পাখিবিশারদ, লেখক হিসেবে এরই মধ্যে খ্যাতি কুড়িয়েছেন রোমাঞ্চপ্রিয় তারেক অণু। তিনি কলম আর ক্যামেরার চোখে ভ্রমণের স্মৃতি ধরে রাখতে পছন্দ করেন। ২০০৭ সালে ভৌগলিক নর্থ পোল নিয়ে তার একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়। এবারে প্রদর্শনীতে স্থান পেয়েছে তার তোলা লাতিন আমেরিকান জীবনযাত্রা ও প্রাকৃতিক বৈচিত্র্য।

ছোটবেলা থেকেই ভ্রমণপ্রিয় তানভীর অপু ৭ বছর ফিনল্যান্ডে বসবাস করেন।

সেই সূত্রে ল্যাপল্যান্ড ও আর্কটিক অঞ্চলে বেশ কয়েকবার অভিযানে গিয়েছিলেন তিনি। সেসব অঞ্চলের ছবিই জায়গা করে নিয়েছে এই প্রদর্শনীতে। এবারই প্রথম কোনো প্রদর্শনীতে অংশ নিলেন তিনি।

 

প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম-আল-হক।

প্রদর্শনীতে তারেক অণুর লেখা ‘পৃথিবীর পথে পথে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন জাফর ইকবাল।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।