আমাদের কথা খুঁজে নিন

   

বয়ান চলছে, আজ আখেরি মোনাজাত

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা লাখ লাখ মুসলি্লর পদভারে মুখরিত। শিল্পনগরী টঙ্গী এখন যেন পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে। তাবলিগ জামাতের শীর্ষ মুরবি্বদের বয়ান শুনে, ইবাদত-বন্দেগি আর জিকির-আজকারের মধ্য দিয়ে সময় পার করছেন দেশি-বিদেশি লাখো লাখো মুসলি্ল। ইজতেমার তিন দিনের নানা কর্মসূচির মধ্যে দ্বিতীয় দিন গতকাল শনিবার অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আয়োজক কমিটি জানিয়েছে, মুসলি্লদের সুবিধার্থে আজ বেলা সাড়ে ১১টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হবে। শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা ময়দানে লাখো মুসলি্লর উপস্থিতিতে চলছে কোরআন-হাদিসের আলোকে বয়ান। বাদ ফজর পাকিস্তানের মাওলানা আবদুল ওয়াহাবের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিন। এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মাহবুব। দ্বিতীয় দিনও ইজতেমাস্থলে আসতে দেখা গেছে মুসলি্লদের। শিল্পনগরী টঙ্গী ইজতেমা উপলক্ষে পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মানুষের এ ঢল।

আখেরি মোনাজাতের সময় : ইজতেমা ব্যবস্থাপনা কমিটির অন্যতম মুরবি্ব ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সময় এগিয়ে আনা হয়েছে। ইজতেমা আয়োজক কমিটি জানিয়েছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মুসলি্লদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। এবারের প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছিল বেলা ১টার দিকে।

আরও তিন মুসলি্লর মৃত্যু : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইজতেমায় আসা আরও দুই মুসলি্ল। তারা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রাজারামপুর গ্রামের নূর মোহাম্মদ (৭০) ও ঢাকার মিরপুর সেকশন-২-এর মজিবর রহমান (৫৫)। শুক্রবার দিবাগত গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। বাদ ফজর নামাজে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া শনিবার ভোরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় চাঁপাইনবাবগঞ্জের আবদুর রহমান (৬০) গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যৌতুকবিহীন বিয়ে : গতকাল বাদ আসর বিশ্ব ইজতেমায় ১৩১টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। শনিবার আসরের নামাজের পর বিয়ে পড়ান তাবলিগের শীর্ষ মুরবি্ব দিলি্লর মাওলানা জোবায়রুল হাসান। তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। এখানে কনের উপস্থিত থাকার প্রয়োজন হয় না। কনের সম্মতিতে বর ও কনেপক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় 'মোহর ফাতেমি'র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড় শ তোলা রুপা বা এর সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে মোনাজাত হয়। মঞ্চের আশপাশের মুসলি্লদের মাঝে বিতরণ করা হয় খেজুর। প্রসঙ্গত, এবারের ইজতেমার প্রথম পর্বে ১০৮টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

পানির অপ্রতুলতা : ইজতেমায় আগত লাখো মুসলি্লর অজু, গোসল ও খাওয়ার পানি সরবরাহে কিছুটা অপ্রতুলতা দেখা দিয়েছে। দুপুরে ইজতেমা ময়দানের হাউসগুলোতে পর্যাপ্ত পানি না থানায় মুসলি্লরা অজু-গোসল করতে পারেননি। এদিকে নিজস্ব উদ্যোগে টঙ্গীর আল আমিন বেকারি অ্যান্ড সুইটস, উত্তরার তানজীমুল উলুম স্কুল অ্যান্ড কলেজ ও উত্তরা টাউন কলেজের পক্ষ থেকে ইজতেমায় আগত মুসলি্লদের ওয়ান টাইম গ্লাস দিয়ে পানি পান করাতে দেখা গেছে।

পকেটমার আটক : বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশ এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে নয়জন পকেটমারকে আটক করে গাজীপুর হাজতে পাঠিয়েছে।

বিশেষ ট্রেন : টঙ্গীর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. হালিমুজ্জামান জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ২৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। ইজতেমায় আগত যাত্রীদের কথা বিবেচনায় রেখে টঙ্গী রেলওয়ে জংশনে অতিরিক্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

আজ চলবে শাটল বাস : গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানান, গতকাল রাত থেকে আজ আখেরি মোনাজাতের সময় পর্যন্ত টঙ্গী কলেজ গেট থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন বন্ধ থাকবে। তবে আজ সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসলি্লদের সুবিধার্থে ৫০টি বিআরটিসি বাস ও ব্যক্তিমালিকানাধীন ৫০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করবে। এ ছাড়া ইজতেমায় মুসলি্লদের যাতায়াতের জন্য বিভিন্ন স্ট্যান্ড থেকে বিআরটিসির ৩০০টি বাস চলাচল করছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমা সফলভাবে এগিয়ে চলছে। আশা করছি আল্লাহর রহমতে আখেরি মোনাজাত নির্বিঘ্নেই সম্পন্ন হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.