আমাদের কথা খুঁজে নিন

   

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ বিভাগে পড়াশোনা

প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকার বনানী, পান্থপথ, উত্তরা ও পুরানা পল্টনস্থ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভাগ তথা বিষয় নির্বাচনে বাস্তবমুখী। গুণগত ও আধুনিক শিক্ষা বিস্তারে ভূমিকার জন্য প্রশংসিতও হয়েছে। বলা বাহুল্য, চলমান বিশ্বে শিক্ষা পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। তাই গৎবাঁধা বিষয়ে পড়াশোনা এখন অনেকটাই অচল। এ বাস্তবতা বিবেচনায় অতীশ দীপঙ্কর ২০০৮ সালে চালু করে এমপিএইচ প্রোগ্রাম।

প্রোগ্রামটি শুরু থেকে জনস্বাস্থ্য সচেতনতা ও জনসেবায় ইতিবাচক ভূমিকা পালন করছে। এমপিএইচ প্রোগ্রামের মেজর বিষয়গুলো হলো- হসপিটাল ম্যানেজমেন্ট, ইপিডিমোলজি, রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ, ডেন্টাল পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ নিউট্রিশন ইত্যাদি। ১ বছর মেয়াদি এ কোর্সটি ৪ সেমিস্টারে ৫২ ক্রেডিটের মাধ্যমে সম্পন্ন করতে হয়। ভর্তির যোগ্যতা বিএসসি নার্সিং, এমবিবিএস অথবা সোশ্যাল সায়েন্সে স্নাতক এবং যে কোনো এনজিওতে ৪ বছরের জনস্বাস্থ্য সেবায় কাজের অভিজ্ঞতা। আরও জানতে ০১৭৬৮-৭৭৩৩২৫ ডায়াল করতে পারেন।

এ পর্যন্ত ১১ টি ব্যাচ সফলভাবে তাদের পড়াশোনা শেষ করে স্বাস্থ্য সেবায় প্রশাসনিক ক্যাডারসহ মেডিকেল কলেজে, হাসপাতাল, এনজিওতে কর্মরত আছেন। -শিক্ষা ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.