আমাদের কথা খুঁজে নিন

   

শ্রম,সময় ও অর্থ নষ্ট কারী শিক্ষা ব্যবস্থার বদলে যেরকম শিক্ষা ব্যবস্থা চাই।



কলেজে হোস্টেলে থাকাকালীন সময়ে অনেক
ছেলেকে দেখতাম জোর করে ফিজিক্স, কেমেস্ট্রির
কিছু নির্দিষ্ট প্রশ্ন মুখস্থ করছে।

তাদের ফিজিক্স, কেমেস্ট্রি নিয়ে কোন আগ্রহ
নেই। অনেকে প্রাইভেটে হইলেও মেডিক্যাল এ পড়বে।
তাদের একটা বড় অংশের ইচ্ছা বিসিএস দিবে।
অনেকে আবার এক বাপের এক সন্তান।


তারা নাকি বিজনেস করতে বাধ্য!

নিউটনের সুত্রের প্রতিপাদন তাদের বাস্তব জীবন ও
প্রাতিষ্ঠানিক জীবনে কোন
কাজে আসবে না জেনেও এর পিছনে এত সময় নষ্ট
করছে, মুখ কালো করে এত পরিশ্রম
করে দেখে খারাপ লাগে। সেই সাথে জাতির সম্পদ
অপচয় আর শ্রমের কথাটা নাই বা বললাম।

আমার মতে শিক্ষা হওয়া উচিত আরিস্টটলদের মত
উন্মুক্ত প্রতিষ্ঠান থেকে। শিক্ষা দেয়ার বিভিন্ন
ইন্সটিটিউট থাকবে। কেউ বিজ্ঞান পড়াবে,কেউ
দর্শন পড়াবে।



বাচ্চারা এসে এ,বি,সি,ডি শিখবে। জোরপূর্বক
তাদের কবিতা গেলানো যাবে না। যাদের
ছড়া,কবিতা ভাল লাগে তারা আনন্দ
সহকারে এগুলো শিখবে।

পথশিশুরা তাদের কাজ শেষে যখন সময়
পাবে অক্ষরজ্ঞান নিবে। যার ২ দিন লাগে সে ২
দিন যাবে।

যার ১ সপ্তাহ লাগে সে ১ সপ্তাহ যাবে।
শিখার পর যখন ইচ্ছা পরীক্ষা দিয়ে সনদ
নিয়ে যাবে।

যেহেতু এখানে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দ ও এইম
ইন লাইফ অনুযায়ী সায়েন্স,কমার্স এর বিভিন্ন
জিনিষ শিখবে তাই সম্পদ,সময় ও অর্থের অপচয় ও
কমে যাবে। শিক্ষার্থীদের ও পড়ানোর
নামে মানসিক নির্যাতন বন্ধ হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।