আমাদের কথা খুঁজে নিন

   

মহারাষ্ট্রে কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে আজ সোমবার সকালে একটি কারখানায় বিস্ফোরণে তিন বছরের শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে কারখানার মালিকও রয়েছেন।

নিহতরা হলেন: শেখ রফিক আহমেদ (৩০), খান মজিদ হায়াত (৫২), শেখ মুজফ্ফর আহমেদ (২২) এবং শাহজাদ সিরাজ খান (৩)। আহদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কারখানার একটি গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কারখানার দেওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় তা ধসে পড়তে পারে এমন আশঙ্কায় পুলিশ ওই কারখানা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।