আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবের আঙ্গুল

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া সাত সকালে উদ্যত সূর্যের দিকে তাকিয়ে দেখলাম- সূর্যকে ঢেকে রাখা-শেখ মুজিবের আঙ্গুল পশ্চিমে চোখ ফেরাতেই দেখি সে আঙ্গুলের ছায়ায় আঙ্গুল, আঙ্গুল, আঙ্গুল আঙ্গুল আর আঙ্গুল আর সেই সব আঙ্গুলের নিচে শত সহস্র কাকতাডুয়া কোন কাকতাডুয়া, দেখছেনা- শেখ মুজিবের আঙ্গুল কেবল নুনুর ছায়ার নিচে বেড়ে ওঠা বাংলাদেশ পরিত্যক্ত আন্ডারওয়্যারের ফুটো খিড়কি দুয়ারের বিক্ষিপ্ত আবর্জনা জৈবযৌগে গজে ওঠা থোকা থোকা আগাছা কেউ দেখছেনা- শেখ মুজিবের আঙ্গুল উজ্জ্বল চোখ কি বলছে আঙ্গুল নির্দেশিত পথ গিয়েছে কোখায় বোঝেনা- আগাছা মাড়াইয়ের সময় হয়েছে এখন শেখ মুজিবের বাঙলায়, আমি আর অবাক হইনা চোখ আবার ফেরাই লাজরক্ত পূর্বাকাশে বাঙলার আকাশ থেকে, শেখ মুজিবের আঙ্গুল এতক্ষণে অদৃশ্য হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।