আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলায় একক প্রার্থী নিশ্চিতে প্রধানমন্ত

আসন্ন উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থী নিশ্চিত করার জন্য সিনিয়র মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠক সূত্র জানায়, গতকালের বৈঠকে তেমন গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনানুষ্ঠানিক আলোচনাকালে উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি উপজেলা নির্বাচনে সারা দেশে দলের একক প্রার্থী নিশ্চিত করার জন্য মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিনিয়র মন্ত্রীদের দায়িত্ব দিয়ে পুরো বিষয়টিও তাদের সমন্বয়ের নির্দেশ দেন। যেসব এলাকায় একাধিক প্রার্থী রয়েছেন এবং ঝামেলা রয়েছে সেগুলোতে দ্রুত সমস্যার সমাধান করে একক প্রার্থী নিশ্চিত করতে বলেছেন। এ ছাড়া গতকালের বৈঠকে নদী খনন নিয়ে আলোচনা হয়। এ জন্য অর্থ সংস্থান ও ছাড়ের বিষয়টি প্রাধান্য পায়। এদিকে গতকালের বৈঠকে মূল আলোচ্যসূচি ছিল উপ-আনুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন। কিন্তু মন্ত্রিসভা আইনটি আরও পর্যালোচনা করার জন্য ফেরত পাঠিয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আইনটি আবারও মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, যেসব শিক্ষার্থী মূল ধারার শিক্ষা নিতে পারেন না তাদের উপানুষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা পদ্ধতিকে আইনি কাঠামোয় আনতে আইনটি করা হচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা আইন কার্যকর হলে এর মাধ্যমে একটি শিক্ষা বোর্ড করা হবে। বর্তমানে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদফতর কেবল প্রশাসনিক কাজ করে জানিয়ে মোশাররাফ বলেন, বোর্ডের মাধ্যমে একাডেমিক কাজগুলো করা হবে। এর আগে গত মে মাসে উপানুষ্ঠানিক শিক্ষা আইনের নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এদিকে বৈঠক শেষে মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্য জানান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা আইনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। মূলত ঝরে পড়াদের শুধু স্বাক্ষর-জ্ঞান নয়, বরং কীভাবে তাদেরকে সম্পদ হিসেবে রূপান্তরিত করা যায় সে দিকটিতেই বেশি গুরুত্ব দেওয়া হবে এ আইনের মাধ্যমে। এক্ষেত্রে আট বছরের উপরে ও ৪৫ বছরের নিচে ঝরে পড়াদেরকেই শিক্ষা দেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।