আমাদের কথা খুঁজে নিন

   

পুনমের এক রাতে এক কোটি রুপি

বর্ষবরণ উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চ পরিবেশনায় অংশ নিলেন আলোচিত-সমালোচিত মডেল ও বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। আর এর পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছেন এক কোটি রুপি। বেঙ্গালুরুর ক্যাপিটাল ক্লাব রিসোর্টে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম মঞ্চ পরিবেশনায় অংশ নিলেন পুনম। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে। কানাডা ছবি 'লাভ ইজ পয়জন'-এর একটি আইটেম গানে দেখা যাবে পুনমকে। এরই মধ্যে গানটির শুটিংয়ের কাজ শেষ করেছেন তিনি। আয়োজকদের চাহিদা অনুযায়ী আজ গানটির সঙ্গেই মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন ২২ বছর বয়সী এই 'নাশা' তারকা। পুরোদস্তুর পেশাদার তারকার মতোই মঞ্চ পরিবেশনার আগে মহড়ার পেছনে ব্যস্ত সময় পার করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.