আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ত্যাক্ত, বিরক্ত..............এবার থামুন।

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। আগামীবার ভোট চাইতে আসলে সরকারী দল, বিরোধী দল কাউকে কোন প্রতিশ্রুতি দেয়ার সুযোগ দেবেননা। আগে সরকারী দলের কাছ থেকে দিন বদলের হিসেব নিকেষ কড়ায় গন্ডায় বুঝে নিন। সকল পূর্ব প্রতিশ্রুতির বাস্তবায়নের খতিয়ান নিন। যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সেটা কিভাবে করেছে তাতে সাধারণ জনগণের কতটুকু উপকার হয়েছে তার লিস্ট দেখুন।

যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নাই, সেটা কেন করেনাই তার কারণ দর্শাতে বলুন। নিজেদের উন্নতি বাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছে তার ব্যখ্যা দিতে বলুন। বিরোধীদল আসলে তাদের কাছে আগে জানতে চান- গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিরোধীদলের ভুমিকার কতটুকু তারা পালন করেছে। নির্বাচিত হয়েও কেন তারা সংসদ বর্জন করেছে। দলীয় স্বার্থ বাদে সাধারণ জনগণের দাবী দাওয়া নিয়ে তারা কতটুকু সোচ্চার হয়েছে।

উভয় পক্ষের লোকজন যদি পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয় এবং কোন সদুত্তর দিতে না পারে, তাহলে নতুন প্রতিশ্রুতি দেয়ার আগেই তাদের ঝেটিয়ে বিদেয় করুন। উভয় পক্ষ আগামীতে ক্ষমতায় গেলে কি করবেন তার প্রতিশ্রুতি নয়, তাদের বলুন যদি আগামীতে তারা বিরোধীদলে থাকে তাহলে কি কি করবেন সেই প্রতিশ্রুতি দিতে। আর কোন ভন্ড প্রতারক যেন আমাদের সামনে "দিন বদল" আর "দেশ বাঁচাও, মানুষ বাঁচাও" এর মূলো ঝুলাতে না পারে সে দিকে সতর্ক দৃষ্টি রাখুন। আমরা ত্যাক্ত, বিরক্ত..............এবার থামুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।