আমাদের কথা খুঁজে নিন

   

সেই দূরতম দ্বীপ হতে নন্দিনী ভালোবেসেছে, // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

এক দূরতম দেশ দ্বীপ হতে একজন আমাকে সকাল নটায় ঘুম ভেঙে দিতো
ভালোবাসা পাঠাতো রেজিস্ট্রি ডাকে
আমাকে নিয়ে যেতে চেয়েছিলো মোহন নদীর বাঁকে
তার ভালোবাসার কাছে এক নির্জনে, সন্ধ্যায় আমি হয়েছিলাম ধৃত।

দূরতম দ্বীপে সে আমার জন্য সাজাতো ভালোবাসার মেলা
হরেক রঙের প্রেম মেখে আমাকে ভালোবাসতো প্রতিদিন
সহজ শর্তে আমার ঠিকানায় সে পাঠাতো ভালোবাসা ঋণ
ভালোবাসার ঘাটতি হলে হরতাল হতো জেলা উপজেলা।



আমি সেই রাজকন্যার জন্য সাতসমুদ্র পেরিয়ে গেছিলাম এক স্বর্গের মেলায়
সেখান থেকে কিনে এনেছিলাম আধুনিক মোড়কে ভালোবাসার দানা
তার জন্য কত করে প্রতিদিন লিখতাম আমার কবিতাখানা
তার জন্য আমি পৃথিবীর নদী নক্ষত্র ঘুরেছি হাওয়ার ভেলায়।

সেই দূরতম দ্বীপ হতে নন্দিনী ভালোবেসেছে, আসেনি কাছে,
স্বর্গের মেলায় কেনা তার জন্য ভালোবাসাগুলো আমার হৃদয়ে এখনো আছে।
০৫.০২.২০১৪
[সেই দূরতম দ্বীপ হতে নন্দিনী ভালোবেসেছে, //
শাফিক আফতাব //]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।